দুবাইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২০-র প্রথম কোয়ালিফায়ারে টস জিতল দিল্লি ক্যাপিটালস। টস জিতে দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান রোহিত শর্মাদের।
দিল্লি ক্যাপিটালস যে দল নিয়ে আরসিবির বিরুদ্ধে শেষ ম্যাচে মাঠে নামে, কোয়ালিফায়ারে সেই দলটিকেই ধরে রাখার সিদ্ধান্ত নেয়। শিমরন হেতমায়েরকে দলে ফেরানোর কথা বিবেচনা করেনি দিল্লি টিম ম্যানেজমেন্ট। অশ্বিনের গত ম্যাচে মাঠ ছাড়া নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল, তাও দূর হয়। অশ্বিন যে ফিট, তা বোঝা যায় তিনি মাঠে নামায়।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
মুম্বই ইন্ডিয়ান্স নিয়ম রক্ষার শেষ ম্যাচে বিশ্রাম দিয়েছিল দলের তিনজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে। ট্রেন্ট বোল্ট, হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহ সানরাইজার্সের বিরুদ্ধে মাঠে না নামলেও স্বাভাবিকভাবেই কোয়ালিফায়ারের দলে ফেরেন। তাঁদের জায়গা ছেড়ে দেন জেমস প্যাটিনসন, সৌরভ তিওয়ারি ও ধাওয়াল কুলকার্নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।