শুভব্রত মুখার্জি
ভারতীয় ক্রিকেটের অন্যতম বর্ণময় চরিত্র বীরেন্দ্র সেহওয়াগ। যতদিন ক্রিকেট খেলেছেন, ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের শাসন করেছেন। অবসর নেওয়ার পরেও সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবাহী মন্তব্যে সমর্থকদের যেমন মনোরঞ্জন করেছেন বীরু, ঠিক তেমনই হালকা চালে গভীর সমস্যাকে বুঝতেও সাহায্য করেছে।
এবার আইপিএলের ম্যাচ নিয়ে তেমনই এক ব্যঙ্গাত্মক টুইট করেন সেহওয়াগ। কার্যত সমালোচনার সুরে বীরু বুঝিয়ে দেন, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পঞ্জাবের হারের জন্য দায়ি অম্পায়ারদের একটি ভুল সিদ্ধান্ত।
করোনা মহামারির জন্য নির্ধারিত সময় থেকে পিছিয়ে যাওয়া আইপিএল শুরু হয়েছে আমিরশাহিতে। দ্বিতীয় ম্যাচেই ক্রিকেটপ্রেমীরা সাক্ষী থেকেছেন এক রুদ্ধশ্বাস লড়াইয়ের। দিল্লি বনাম পঞ্জাব ম্যাচ টাই হওয়ায় নিস্পত্তির জন্য সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে ম্যাচ পকেটে পোরে দিল্লি।
(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
পঞ্জাবের হয়ে ব্যাট হাতে লড়াকু ৮৯ রানের ইনিংস খেললেও দলকে কাঙ্খিত জয় এনে দিতে পারেননি মায়াঙ্ক আগরওয়াল। যদিও সেহওয়াগের মতে ম্যাচটা জিতে গিয়েছিল পঞ্জাব। তবে আম্পায়ারের ভুলের মাশুল দিতে হয় তাদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।