আইপিএলের ইতিহাসে এবার সবথেকে খারাপ মরশুম কেটেছে চেন্নাই সুপার কিংসের। তা সত্ত্বেও মহেন্দ্র সিং ধোনির উপরেই আস্থা রাখল সিএসকে। টিম মালিক এন শ্রীনিবাসন স্পষ্ট জানিয়ে দিলেন, পরের মরশুমেও ধোনিই নেতৃত্ব দেবেন চেন্নাইকে।
মুম্বই মিররকে শ্রীনি বলেন, ‘ওই (ধোনি) সিএসকের ক্যাপ্টেন থাকছে।’ প্রাক্তন বিসিসিআই সভাপতি এও জানান যে, ধোনি নিজের আইপিএল ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন তাঁর সঙ্গে। শ্রীনিবাসনের কথায়, ‘আমি জানি ধোনি কী বলেছে। ও আমার সঙ্গে সব আলোচনাই করেছে।’
(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
একই সঙ্গে সিএসকে মালিককে আত্মবিশ্বাসী দেখায় ঘুরে দাঁড়ানোর বিষয়ে। অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে শ্রীনিবাসন বলেন, ‘১০টা ভালো মরশুম কাটানোর পর একটা এরকম মরশুম কাটতেই পারে। পরের বছর আমরা ফিরে আসব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।