বাংলা নিউজ > ময়দান > IND-W vs AUS-W: টানা ২ ম্যাচে হার, অজিদের কাছে ৭ রানে হেরে সিরিজ হাতছাড়া ভারতের
IND-W vs AUS-W: টানা ২ ম্যাচে হার, অজিদের কাছে ৭ রানে হেরে সিরিজ হাতছাড়া ভারতের
4 মিনিটে পড়ুন Updated: 17 Dec 2022, 10:14 PM ISTTania Roy
প্রথম টি-টোয়েন্টিতে মুখ থুবড়ে পড়ার পর, দ্বিতীয় টি-টোয়েন্টিতে সুপার ওভারে দুরন্ত জয় ছিনিয়ে নেয় ভারত। কিন্তু তৃতীয় এবং চতুর্থ টি-টোয়েন্টি পরপর হেরে ঘরের মাছে অজিদের বিরুদ্ধে সিরিজ হাতছাড়া করে বসে থাকল হরমনপ্রীতের ভারত। এক ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়া ৩-১ সিরিজ পকেটে পুড়ে ফেলল।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারল ভারত।
শনিবার ফের চতুর্থ টি-টোয়েন্টিতেও হারল ভারত। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ১৮৮ রান করে। জবাবে রান তাড়া করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেটে ১৮১ রান করে টিম ইন্ডিয়া। ৭ রানে তারা হেরে বসে।
ভারতীয় দলে বোলারদের খারাপ পারফরম্যান্সের ধারা অব্যাহত পাশাপাশি দুই ওপেনার সহ টপ অর্ডারের দায়সারা গোছের পারফরম্যান্সের খেসারত কিন্তু ভারতকে দিতে হচ্ছে। এ দিনও ওপেনাররাা ব্যর্থ। ভরসা জোগানোর মতো কোনও এলিসে পেরিকে পাইনি টিম ইন্ডিয়া। রিচা ঘোষ ছয়ে নেমে ১৯ বলে ৪০ করে লড়াই করেছিলেন। তবে শেষ ওভারে কিছুই করতে পারলেন না তিনি।
17 Dec 2022, 10:14 PM IST
ম্যাচ হার, সিরিজও হাতছাড়া ভারতের
শেষ ওভারে হল মাত্র ১২ রান। ম্যাচ হেরে সিরিজও হাতছাড়া করল ভারত। ২০ ওভারে ৫ উইকেটে ১৮১ রানই করতে পারে ভারত। রিচা ঘোষ ১৯ বলে ৪০ করে অপরাজিত থাকলেও ভারতকে জেতাতে পারলেন না। দীপ্তি শর্মা ৮ বলে ১২ করে অপরাজিত থাকেন।
17 Dec 2022, 09:58 PM IST
১৯তম ওভারে হল ১৮ রান
এই ওভারে রিচা ২টি ছয় এবং একটি চার হাঁকান। এ ছাড়া ২টি সিঙ্গল হয়েছে। শেষ ওভারে চাই ২০ রান। কঠিন লক্ষ্যে পৌছানো। ভারত পারবে এখান থেকে ম্যাচ জিততে?
17 Dec 2022, 09:53 PM IST
দেবীকা আউট
কিছুটা ভরসা দিচ্ছিলেন দেবীকা। তবে তিনিও ২৬ বলে ৩২ করে আউট হলেন। চাপ বাড়ল ভারতের। ১৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান। জিততে হলে ১২ বলে চাই ৩৮ রান। ১২ বলে ২১ করে ক্রিজে রয়েছেন রিচা। তিনিই ভারতের শেষ আশা। দেবীকার পরিবর্তে ক্রিজে এসে দীপ্তি ৩ বলে খেলে ১ রান করেছেন।
17 Dec 2022, 09:40 PM IST
হরমন আউট
দলের হাল ধরার চেষ্টা করেছিলেন হরমনপ্রীত কাউর। কিন্তু ৩০ বলে ৪৬ করে তিনিও ফিরলেন সাজঘরে। অ্যালানা কিং-এর বলে ব্রাউনের হাতে ক্যাচ দিয়ে হরমন আউট হলেন। ১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৩০ রান। ক্রিজে এসেছেন মারকুটে ব্যাটার রিচা ঘোষ। তিনিই ভারতের শেষ ভরসা। ২০ বলে ২৪ করে ক্রিজে আছেন দেবীকা বৈদ্য। ৩ বলে ৯ রান রিচা ঘোষের
17 Dec 2022, 09:13 PM IST
জেমিমা আউট
১১ বলে ৮ করে সাজঘরে ফিরলেন জেমিমা। তৃতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে গেল ভারত। ৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪৯ রান ভারতের।
17 Dec 2022, 09:06 PM IST
শেফালি আউট, পাওয়ার প্লে-তে ভারতের সংগ্রহ ৪৪/২
ষষ্ঠ ওভারে ভারতের আর এক ওপেনার ফিরলেন সাজঘরে। ১৬ বলে ২০ করে আউট হলেন শেফালি। ডার্সি ব্রাউনের বলে পেরির হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৬ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে ভারত। স্কোরবোর্ডে তারা ৪৪ রান যোগ করেছে। ক্রিজে এসেছেন নতুন ব্যাটার হরমনপ্রীত কাউর।
17 Dec 2022, 08:57 PM IST
স্মৃতি আউট
শুরুতেই স্মৃতি মন্ধানাকে ফিরিয়ে বড় ধাক্কা দিলেন গার্ডনার। ১০ বলে ১৬ রান করে মুনির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন স্মৃতি। পরিবর্তে ক্রিজে এসেছেন নতুন ব্যাটার জেমিমা। ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩ রান ভারতের। শেফালির সংগ্রহ ৬ বলে ৬ রান। জেমিমা ২ বল খেলেও রানের খাতা খোলেননি।
17 Dec 2022, 08:44 PM IST
রান তাড়া করা শুরু ভারতের
১৮৯ রানের লক্ষ্য। নিঃসন্দেহে চাপের। আর সেই চাপ নিয়েই ভারত রান তাড়া করা শুরু করেছে। ওপেন করেছেন স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মা। এই ম্যাচ হাতছাড়া হলে, সিরিজও খোয়াতে হবে। তাই ভারতের ওপেনিং জুটিকে কিন্তু শক্ত হাতে দলকে ভালো জায়গায় নিয়ে যেতে হবে।
17 Dec 2022, 08:31 PM IST
অজিরা করল ১৮৮ রান
নির্দিষ্ট ২০ ওভারে অস্ট্রেলিয়া ১৮৮ রানের পাহাড় গড়ল। ভারতের সামনে ১৮৯ রানের কঠিন লক্ষ্য রাখল অজিরা। পেরি ৪২ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেন। সেই সঙ্গে অজিদের বড় রানের লক্ষ্যে পৌঁছে দেন তিনি। পেরির সঙ্গে অপরাজিত থাকেন হ্যারিস। তিনিও ১২ বলে ২৭ রানের দুরন্ত ইনিংস খেলেছেন।
17 Dec 2022, 08:19 PM IST
পেরির অর্ধশতরান, আউট গার্ডনার
২৭ বলে ৪২ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হলেন গার্ডনার। দীপ্তি শর্মার বলে হরলিন দেওল তাঁর ক্যাচ ধরেন। ১৭ ওভার শেষে ৩ উইকেটে ১৪৫ রান অজিদের। ৩৪ বলে ৫২ করে লড়াই চালাচ্ছেন এলিসে পেরি। গার্ডনারের পরিবর্তে ক্রিজে এসেছেন গ্রেস হ্যারিস। তিনি ২ বল খেলে ৫ রান করেছেন।
17 Dec 2022, 08:11 PM IST
১৫ ওভারে ২ উইকেটে ১২২ করে ফেলেছে অস্ট্রেলিয়া
১৫ ওভারে ২ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ ১২২ রান। ক্রিজে বিধ্বংসী মেজাজে রয়েছেন এলিসি পেরি (৩০ বলে ৪৫ রান) এবং অ্যাশলে গার্ডনার (২১ বলে ৩১ রান)।
17 Dec 2022, 08:04 PM IST
১০০ পার করল অস্ট্রেলিয়া
১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ করে ফেলল অস্ট্রেলিয়া। বিধ্বংসী মেজাজে রয়েছে এলিসা পেরি এবং অ্যাশলে গার্ডনার। ২২ বলে ৩০ করে ফেলেছেন পেরি। গার্ডনার ১৭ বলে ২৫ করে ফেলেছেন।
17 Dec 2022, 07:49 PM IST
১০ ওভারে অজিদের সংগ্রহ ৭০/২
১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭০ করে অস্ট্রেলিয়া। ক্রিজে রয়েছেন এলিসি পেরি (১০ বলে ১৩ রান) এবং অ্যাশলে গার্ডনার (১১ বলে ১৩ রান)।
17 Dec 2022, 07:41 PM IST
তালিয়া আউট
১০ বলে ৯ করে আউট হলেন তালিয়া। রাধা যাদবের বলে বোল্ড হন তিনি। স্বভাবতই বড় ধাক্কা খায় অজিরা। ক্রিজে রয়েছেন এলিসি পেরি (১ বলে ৬ রান) এবং অ্যাশলে গার্ডনার (২ বলে ২ রান)। ৭ ওভারে ২ উইকেটে ৫২ রান অস্ট্রেলিয়ার।
17 Dec 2022, 07:38 PM IST
পাওয়ার প্লে-তে হল ১ উইকেটে ৪২ রান
১ উইকেট হারিয়ে ৬ ওভারে হল ৪২ রান। তবে ষষ্ঠ ওভারের শেষ বলে রিটায়ার্ড হার্ট হন অ্যালিসা হিলি। যে কারণে চাপে পড়ে অস্ট্রেলিয়া। তালিয়া করেন ৭ বলে ৭ রান।
17 Dec 2022, 07:29 PM IST
বেথ মুনি আউট
শুরুতেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। দীপ্ত শর্মার ওভারে ৮ বলে ২ রান করে শেফালির বর্মার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন বেথ মুনি। ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৯ রান ভারতের। মুনির পরিবর্তে ক্রিজে এসেছেন নতুন ব্যাটার তালিয়া। তাঁর সংগ্রহ ৩ বলে ৫ রান। ১৩ বলে ২০ রান হিলির।
17 Dec 2022, 07:12 PM IST
শুরুতেই ঝড়ো মেজাজে অজিরা
২ ওভারে অস্ট্রেলিয়া ১৯ রান করে ফেলল। কোনও উইকেট না হারিয়ে। অ্যালিসা হিলি ১০ বলে ১৬ করে ফেলেছেন। বেথ মুনি মাত্র ২ বল খেলেছেন সবে। করেছেন ২ রান।
17 Dec 2022, 07:11 PM IST
খেলা শুরু
ভারতের কাছে ডু ওর ডাই ম্যাচ। আর অজিদের সামনে সিরিজ জয়ের হাতছানি। অস্ট্রেলিয়ার হয়ে অ্যালিসা পেরি এবং বেথ মুনি ওপেন করেছেন।