বাংলা নিউজ > ময়দান > India vs England: ইনিংস হারের লজ্জা এড়াতে পারল না ইংল্যান্ড, সিরিজ জিতল ভারত

India vs England: ইনিংস হারের লজ্জা এড়াতে পারল না ইংল্যান্ড, সিরিজ জিতল ভারত

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অল-আউট হয়ে যায় ১৩৫ রানে।

জয়ের পর টিম ইন্ডিয়ার উচ্ছ্বাস। ছবি- বিসিসিআই।

চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে এক ইনিংস ও ২৫ রানে বিধ্বস্ত করে টিম ইন্ডিয়া। ব্রিটিশদের বিরুদ্ধে চার টেস্টের সিরিজ ৩-১ ব্যবধানে পকেটে পোরে ভারত। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটও নিশ্চিত করেন কোহলিরা।

06 Mar 2021, 04:07 PM IST

ভারতের বোলিং পারফর্ম্যান্স

দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ৫টি করে উইকেট নিজেদের মধ্যে ভাগ করে নেন অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন।

06 Mar 2021, 04:06 PM IST

ইংল্যান্ডের ব্যাটিং পারফর্ম্যান্স

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে ক্রাউলি ৫, সিবলি ৩, বেয়ারস্টো ০, রুট ৩০, স্টোকস ২, পোপ ১৫, লরেন্স ৫০, ফোকস ১৩, বেস ২, লিচ ২ ও অ্যান্ডারসন অপরাজিত ১ রান করেন।

06 Mar 2021, 03:52 PM IST

ম্যাচ ও সিরিজ জিতল ভারত

তৃতীয় টেস্টে এক ইনিংস ও ২৫ রানের জয়ের সুবাদে ভারত ৪ টেস্টের সিরিজে ইংল্যান্ডকে ৩-১ ব্যবদানে পরাজিত করে।

06 Mar 2021, 03:52 PM IST

ইংল্যান্ড অল-আউট

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অল-আউট হয়ে যায় ১৩৫ রানে। ভারত এক ইনিংস ও ২৫ রানের ব্যবধানে চতুর্থ টেস্ট জিতে যায়।

06 Mar 2021, 03:51 PM IST

লরেন্স আউট

লিচকে ফেরানোর পর অশ্বিন অকই ওভারে তুলে নেন লরেন্সের উইকেট। তিনিও ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। লরেন্স ৬টি বাউন্ডারিরি সাহায্যে ৯৫ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন। অ্যান্ডারসন অপরাজিত থাকেন ১ রান করে।

06 Mar 2021, 03:47 PM IST

লিচ আউট

৫৫তম ওভারের দ্বিতীয় বলে লিচকে ফেরালেন অশ্বিন। ৩১ বলে ২ রান করে সাজঘরের পথে হাঁটা লাগান তিনি। ইংল্যান্ড ১৩৪ রানে ৯ উইকেট হারায়। অশ্বিনের এটি ইনিংসে চতুর্থ শিকার। ক্রিজে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান অ্যান্ডারসন।

06 Mar 2021, 03:43 PM IST

লরেন্সের হাফ-সেঞ্চুরি

ইনিংসের ৫৪তম ওভারে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লরেন্স। ৬টি বাউন্ডারির সাহায্যে ৯৩ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তিনি।

06 Mar 2021, 03:30 PM IST

৫০ ওভারে ইংল্যান্ড ১২৫/৮

৫০ ওভার শেষে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ১২৫ রান তুলেছে। লরেন্স ৪২ ও লিচ ১ রানে ব্যাট করছেন।

06 Mar 2021, 03:16 PM IST

বেস আউট

৪৬তম ওভারের প্রথম বলে ডমিনিক বেসের উইকেট তুলে নিয়ে ইনিংসে পাঁচ উইকেটের বৃত্ত পূর্ণ করেন অক্ষর প্যাটেল। ৬ বলে ২ রান করে পন্তের হাতে ধরা পড়েন বেস। ইংল্যান্ড ১১১ রানে ৮ উইকেট হারায়। তারা এখনও পিছিয়ে রয়েছে ৪৯ রানে। ক্রিজে নতুন ব্যাটসম্যান লিচ। 

06 Mar 2021, 03:08 PM IST

ফোকস আউট

৪৪তম ওভারের প্রথম বলে বেন ফোকসের উইকেট তুলে নিলেন অক্ষর প্যাটেল। রাহানে যথাযথ ক্যাচ ধরার পর নিশ্চিত ছিলেন না। তৃতীয় আম্পায়ারের সাহায্য চান ফিল্ড আম্পায়াররা। তবে টিভি আম্পায়ার আউট ঘোষণা করেন ব্রিটিশ উইকেটকিপারকে। ৪৬ বলে ১৩ রান করে ক্রিজ ছাড়েন ফোকস। ইংল্যান্ড ১০৯ রানে ৭ উইকেট হারায়। অক্ষরের এটি ইনিংসে চতুর্থ শিকার। ক্রিজে নতুন ব্যাটসম্যান বেস।

06 Mar 2021, 02:49 PM IST

ইংল্যান্ড ১০০

দ্বিতীয় ইনিংসের ৪০তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে ইংল্যান্ড। ৪০ ওভার শেষে ইংল্যান্ড ৬ উইকেটে ১০৪ রান তুলেছে।

06 Mar 2021, 02:14 PM IST

চায়ের বিরতি

তৃতীয় দিনের চায়ের বিরতিতে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৩৩ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ৯১ রান তুলেছে। লরেন্স ১৯ ও ফোসক ৬ রানে ব্যাট করছেন। ইংল্যান্ড এখনও ৬৯ রানে পিছিয়ে।

06 Mar 2021, 01:59 PM IST

ইংল্যান্ড ৩০ ওভারে ৭৮/৬

ইংল্যান্ড ৩০ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে ৭৮ রান তুলেছে। লরেন্স ১১ ও ফোকস ১ রানে ব্যাট করছেন।

06 Mar 2021, 01:45 PM IST

রুট আউট

২৬তম ওভারের প্রথম বলে জো রুটকে আউট করেন অশ্বিন। ৩টি বাউন্ডারির সাহায্যে ৭২ বলে ৩০ রান করে ক্রিজ ছাড়েন ব্রিটিশ দলনায়ক। ইংল্যান্ড ৬৫ রানে ৬ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ফোকস।

06 Mar 2021, 01:39 PM IST

পোপ আউট

২৫তম ওভারের পঞ্চম বলে পোপকে ফেরালেন অক্ষর প্যাটেল। ১টি ছক্কার সাহায্যে ৩১ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন পোপ। তাঁকে স্টাম্প আউট করেন ঋষভ পন্ত। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৬৫ রানে ৫ উইকেট হারায়। দ্বিতীয় ইনিংসে অক্ষরের এটি তৃতীয় উইকেট। ক্রিজে নতুন ব্যাটসম্যান লরেন্স। ইংল্যান্ড এখনও পিছিয়ে ৯৫ রানে।

06 Mar 2021, 01:25 PM IST

ইংল্যান্ড ৫০

২২তম ওভারে দ্বিতীয় ইনিংসে দলগত ৫০ রান পূর্ণ করে ইংল্যান্ড।

06 Mar 2021, 12:58 PM IST

১৫ ওভারে ইংল্যান্ড ৩৫/৪

১৫ ওভারে ইংল্যান্ড ৪ উইকেটের বিনিময়ে ৩৫ রান তুলেছে। রুট ১৯ ও পোপ ২ রানে ব্যাট করছেন।

06 Mar 2021, 12:54 PM IST

স্টোকস আউট

১৪তম ওভারের প্রথম বলে স্টোকসকে ফেরালেন অক্ষর প্যাটেল। ৯ বলে ২ রান করে কোহলির হাতে ধরা পড়েন তিনি। ইংল্যান্ড ৩০ রানে ৪ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান পোপ।

06 Mar 2021, 12:41 PM IST

সিবলি আউট

দশম ওভারের শেষ বলে সিবলিকে ফেরালেন অক্ষর প্যাটেল। ২১ বলে ৩ রান করে পন্তের দস্তানায় ধরা পড়েন তিনি। ইংল্যান্ড ২০ রানে ৩ উইকেট হারায়। এখনও প্রথম ইনিংসের নিরিখে ১৪০ রানে পিছিয়ে ইংল্যান্ড। হাতে রয়েছে ৭টি উইকেট। নতুন ব্যাটসম্যান স্টোকস।

06 Mar 2021, 12:27 PM IST

হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া

পরপর দু'বলে ক্রাউলি ও বেরাস্টোকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন অশ্বিন। যদিও ওভারের শেষ বলে জো রুট ১ রান সংগ্রহ করেন। ফলে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয় রবিচন্দ্রনের।

06 Mar 2021, 12:26 PM IST

বেয়ারস্টো আউট

ঠিক পরের বলেই জনি বেয়ারস্টোকেও সাজঘরে ফেরান অশ্বিন। ক্রিজে এসে প্রথম বলেই রোহিত শর্মার হাতে ধরা পড়েন তিনি। ইংল্যান্ড ১০ রানে ২ উইকেট হারায়। পরপর দু'টি উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের মুখে অশ্বিন। ক্রিজে নতুন ব্যাটসম্যান জো রু

06 Mar 2021, 12:24 PM IST

ক্রাউলি আউট

ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে অশ্বিন আউট করেন জ্যাক ক্রাউলিকে। ১৬ বলে ৫ রান করে রাহানের হাতে ধরা পড়েন তিনি। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে দলগত ১০ রানে প্রথম উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান বেয়ারস্টো।

06 Mar 2021, 11:37 AM IST

লাঞ্চ

তৃতীয় দিনের লাঞ্চের বিরতিতে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬ রান তুলেছে। ক্রাউলি ৫ ও সিবলি ১ রান করে অপরাজিত রয়েছেন। ইংল্যান্ড পিছিয়ে রয়েছে ১৫৪ রানে। শেষ বলে ফলো-থ্রু'য়ে ফিল্ডিং করার সময় বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান মহম্মদ সিরাজ।

06 Mar 2021, 11:26 AM IST

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরু

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে যতারীতি ওপেন করতে জ্যাক ক্রাউলি ও ডমিনিক সিবলি। ভারতের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ।

06 Mar 2021, 11:25 AM IST

ইংল্যান্ডের বোলিং পারফর্ম্যান্স

ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে অ্যান্ডারসন ৩টি, স্টোকস ৪টি ও লিচ ২টি উইকেট দখল করেন।

06 Mar 2021, 11:24 AM IST

ভারতের ব্যাটিং পারফর্ম্যান্স

প্রথম ইনিংসে ভারতের হয়ে গিল ০, রোহিত ৪৯, পূজারা ১৭, কোহলি ০, রাহানে ২৭, পন্ত ১০১, অশ্বিন ১৩, সুন্দর অপরাজিত ৯৬, অক্ষর ৪৩, ইশান্ত ০ ও সিরাজ ০ রান করেন।

06 Mar 2021, 11:14 AM IST

ভারত অল-আউট

১১৪.৪ ওভারে ভারত তাদের প্রথম ইনিংসে ৩৬৫ রানে অল-আউট হয়ে যায়। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২০৫ রানে। সুতরাং প্রথম ইনিংসের নিরিখে ১৬০ রানের বড়সড় লিড পেয়ে যায় টিম ইন্ডিয়া।

06 Mar 2021, 11:13 AM IST

শতরান থেকে বঞ্চিত সুন্দর

ভারত ৫ বলের মধ্যে শেষ তিন উইকেট হারায়। দলগত ৩৬৫ রানের মাথাতেই সাজঘরে ফেরেন তিন বারতীয় ব্যাটসম্যান। অক্ষর প্যাটেল অপরাজিত থেকে যান ব্যক্তিগত ৯৬ রানে। সঙ্গীর অভাবে নিশ্চিত শতরান থেকে বঞ্চিত হতে হয় তাঁকে। ১৭৪ বলের দুরন্ত ইনিংসে ১০টি চার ও ১টি ছক্কা মারেন সুন্দর।

06 Mar 2021, 11:09 AM IST

সিরাজ আউট

ইশান্তকে ফেরানোর পরে একই ওভারে সিরাজের উইকেটটিও তুলে নেন স্টোকস। খাতা থোলার আগেই বোল্ড হন তিনি।

06 Mar 2021, 11:07 AM IST

ইশান্ত আউট

১১৫তম ওভারের প্রথম বলেই ইশান্তকে এলবিডব্লিউর ফাঁদে জড়ালেন বেন স্টোকস। ভারত পরপর ২ বলে ২টি উইকেট হারায়। আগের ওভারের শেষ বলে ক্রিজ ছাড়েন অক্ষর। খাতা খুলতে পারেননি শর্মা। ভারত ৩৬৫ রানে ৯ উইকেট খোয়ায়। ক্রিজে ভারতের শেষ ব্যাটসম্যান মহম্মদ সিরাজ।

06 Mar 2021, 11:05 AM IST

রান-আউট অক্ষর

নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করলেন অক্ষর প্যাটেল। ব্যক্তিগত ৪৩ রানের মাথায় দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে সাজঘরে ফিরলেন তিনি। ৯৭ বলের লড়াকু ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ভারত দলগত ৩৬৫ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে এলেন ইশান্ত।

06 Mar 2021, 10:56 AM IST

ভারতের লিড ১৫০

১১২ ওভারে ভারত প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ৩৫৭ রান তোলে। তারা প্রথম ইনিংসের নিরিখে ইংল্যান্ডের থেকে এগিয়ে যায় ১৫২ রানে।

06 Mar 2021, 10:55 AM IST

ভারত ৩৫০

ইনিংসের ১১১তম ওভারে ভারত দলগত ৩৫০ রানের গণ্ডি টপকে যায়।

06 Mar 2021, 10:26 AM IST

১০৫ ওভারে ভারত ৩৩৩/৭

১০৫ ওভার শেষে ভারত তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ৩৩৩ রান তুলেছে। সুন্দর ৭৬ ও অক্ষর ৩৩ রানে ব্যাট করছেন।

06 Mar 2021, 10:00 AM IST

১০০ ওভারে ভারত ৩২০/৭

প্রথম ইনিংসে ১০০ ওভার ব্যাট করে টিম ইন্ডিয়া ৭ উইকেটের বিনিময়ে ৩২০ রান তুলেছে। সুন্দর ৭১ ও অক্ষর ২৬ রানে ব্যাট করছেন।

06 Mar 2021, 09:46 AM IST

লিড ১০০

৯৮তম ওভারে ডমিনিক বেসের প্রথম বলেই ওয়াশিংটন ছক্কা হাঁকিয়ে ভারতকে ১০০ রানের লিড এনে দেন। ৯৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৩০৯। ভারত এগিয়ে ১০৪ রানে।

06 Mar 2021, 09:43 AM IST

ভারত ৩০০

ইনিংসের ৯৮তম ওভারে দলগত ৩০০ রান পূর্ণ করে টিম ইন্ডিয়া।

06 Mar 2021, 09:32 AM IST

তৃতীয় দিনের খেলা

তৃতীয় দিনে তার পর থেকে খেলা শুরু করেন গত দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সুন্দর ও অক্ষর। ইংল্যান্ডের হয়ে তৃতীয় দিনে বোলিং আক্রমণ শুরু করেন অ্যান্ডারসন।

06 Mar 2021, 09:32 AM IST

দ্বিতীয় দিনের স্কোর

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২০৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের শেষে ৯৪ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৯৪ রান তোলে। ওয়াশিংটন সুন্দর ৬০ ও অক্ষর প্যাটেল ১১ রানে অপরাজিত ছিলেন। ভারত প্রথম ইনিংসের নিরিখে এগিয়ে ৮৯ রানে। হাতে রয়েছে ৩ উইকেট।

Latest sports News in Bangla

পরীক্ষার মধ্যেই শিল্ড জয় দেখতে মাঠে, ICSE-তে তৃতীয় 'মোহনবাগানের মেয়েকে' সংবর্ধনা মোহনবাগান এসজি-র ওপর FIFA-র National Transfer Ban! ঘটনাটি কামিন্সের সঙ্গে যুক্ত সুপার ফ্লপ Super Cup! চাপে AIFF, ফিরতে পারে ফেডারেশন কাপই! ৭ বছরেই দৌড় শেষ? EPL-এ বিরল ঘটনা! রেফারির থেকে নিয়ে বাঁশি বাজালেন জেমি ভার্দি,কারণ জেনে নিন!Video মেসিদের কাছাকাছি যেতে পারবেন ইয়ামাল? বার্সা কোচ বলছেন ‘শুধু প্রতিভা দিয়ে হবে না’ ধ্বংসস্তূপে মোহনবাগানের আঁতুড়ঘর! সেন বাড়ির ধ্বংসে হারাতে বসেছে শতাব্দীর ঐতিহ্য স্প্যানিশ ক্রেসপোর বদলে মিগুয়েল আসছে ইস্টবেঙ্গলে! নিশুকে ছেড়ে আনা হবে বিক্রমকে? জানতাম এই পুরস্কারটা জিতবই… AIFF Men's Player of the Year জিতে কী বললেন শুভাশিস? AIFF-র বর্ষসেরা ফুটবলার মোহনবাগানের শুভাশিস! তালিকায় ইস্টবেঙ্গলের সৌম্যা রবসন নয়, মোহনবাগানের প্রাইম টার্গেট জাতীয় দলের এই ডিফেন্ডার! টমের বিদায় নিশ্চিত?

IPL 2025 News in Bangla

IPL-এর মাঝেই চাঞ্চল্যকর খবর, ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রাক্তন MI তারকা- রিপোর্ট আইপিএল ২০২৫-এর প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল SRH! জয়ের স্বপ্ন ভেস্তে দিল বৃষ্টি ছিটকে গেল SRH, লাভ হল না KKR-এরও, IPL Points Table-এর নতুন সমীকরণটা কী দাঁড়াল? ভিডিয়ো: বিপ্রজ নিগমের রানআউটের সময়ে গ্যালারিতে উত্তেজিত হলেন কাব্য মারান প্রাণনাশের হুমকি পেলেন মহম্মদ শামি! দাবি করা হল এক কোটি টাকা, তদন্তে পুলিশ পাওয়ার প্লে-তেই ৩ উইকেট, IPL-এ নতুন ইতিহাস লিখলেন SRH অধিনায়ক প্যাট কামিন্স কলকাতায় সাউথগেট! ইডেনে IPL 2025-এর দর্শক ইংল্যান্ড ফুটবল দলের প্রাক্তন কোচ গতি রয়েছে, এমন প্লেয়ার চাই… রোহিতকে ফিল্ডিং না করানোর আসল কারণ জানালেন MI কোচ প্রথম বলেই ফেরালেন নায়ারকে, একাই শেষ করলেন DC-র টপ অর্ডার! দুরন্ত প্যাট কামিন্স আমি ভারতের পরবর্তী সচিন হব… কী ছিল কোহলির ছোট বয়সের স্বপ্ন? ফাঁস করলেন শিক্ষিকা

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ