আইএসএসএফ বিশ্বকাপে অভিযান শেষ হল ভারতের। এবারের আইএসএসএফ ফাইনাল অর্থাৎ শ্যুটিয়ের বিশ্বচ্যাম্পিয়নশিপের আসর বসেছিল ভারতের মাটিতে। দেশের মাটিতে হওয়া এই শুটিংয়ের বিশ্বকাপে নজর ছিল ভারতবাসীর। সেখানেই মোট চারটি পদক জিতলেন ভারতীয় শ্যুটাররা। গতবার দোহায় ভারতের হয়ে পদক জিতেছিলেন অনিশ ভাওয়ালা।
আরও পড়ুন-'আমি আদার ব্যাপারী, জাহাজের খবর...' বাবর-শাহিন প্রসঙ্গ উঠতেই কথা ঘোরালেন স্টোকস…
বৃহস্পতিবারই দিল্লিতে শেষ হল আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপ। অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু ভাকের এই প্রতিযোগিতা থেকে আগেই বিশ্রাম নিয়েছিলেন। তবে ভারতীয় শ্যুটারদের পারফরমেনস ছিল ভালোই। মনু না থাকলেও গতবারের তুলনায় ভারতের পদক জয়ের সংখ্যা বাড়ল অনেকটাই। সোনা না এলেও, দুটি ব্রোঞ্জ এবং দুটি রৌপ্য পদক এল ঘরে।
আইএসএসএফ বিশ্বকাপে বৃহস্পতিবার এল জোড়া পদক-
বৃহস্পতিবার বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে দুটি পদক জিতেলন ভিভান কাপুর এবং অনন্তজিত সিং নারুকা। ভিভান কাপুর রৌপ্য পদক জিতলেন পুরুষদের স্কিট ইভেন্টে। অন্যদিকে অনন্তজিত জিতলেন ব্রোঞ্জ পদক। তিনি নেমেছিলেন শ্যুটিয়ের ট্র্যাপ ইভেন্টে। গতবারের এই প্রতিযোগিতায় ভারতের একমাত্র পদকজয়ী ছিলেন অনিশ ভানওয়ালা।
আরও পড়ুন-RCBতে একসঙ্গে রোহিত-বিরাট? অশ্বিন বললেন,২০ কোটি টাকা লাগবে হিটম্যানকে পেতে…
আগেই এসেছিল দুটি পদক-
এর আগে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে আইএসএসএফ বিশ্বকাপ ফাইনালে রৌপ্য পদক জিতেছিলেন ভারতের সোনম মাসকর। আরেক ভারতীয় শ্যুটার অখিল শেওরান ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। ২০২৩ সালের তুলনায় এবারে চারগুন বাড়ল ভারতের পদক সংখ্যা।
আরও পড়ুন-‘চ্যালেঞ্জ ছোট হোক বা বড়, যখন ভালোবাসার জন্য হয়’, রিহ্যাবের মধ্যেই আবেগপ্রবণ শামি…
ভিভানের প্রথম সিনিয়র লেভেলে আন্তর্জাতিক পদক…
মাত্র ২২ বছর বয়সি ভিভানের এটি সিনিয়র পর্যায়ে প্রথম ব্যক্তিগত আন্তর্জাতিক পদক। তিনি পিছনে ফেলেন পিপলস রিপাবলিক অফ চাইনার ইং কি-কে। অন্যদিকে গতবার এশিয়ান গেমসে রৌপ্য পদক জেতা অনন্তজিত নারুকা এবারে পুরুষদের স্কিট বিভাগে ৪৩ পয়েন্ট নিয়ে পোডিয়ামে জায়গা করে নেন। এবারের প্যারিস অলিম্পিক্সে একটুর জন্য মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পদক হাতছাড়া হয়েছিল অনন্তজিতের, নাহলে তাঁর ক্যাবিনেটেও একটি অলিম্পিক্স পদক ঢুকে পড়তে পারত। তিনি আইএসএসএফ বিশ্বকাপের ফাইনাল ইভেন্টে জিতলেন ব্রোঞ্জ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।