শুভব্রত মুখার্জি: টানটান উত্তেজনার ম্যাচে হকিতে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারাল ভারত। ২০২৪ প্যারিস অলিম্পিকের আগে অন্তবর্তীকালীন কোচ এবং 'মেকশিফ্ট' দল নিয়ে দুর্দান্ত শুরু করল ভারতীয় দল। কয়েকদিন আগেই ভারতীয় সিনিয়র হকি দলের হেড কোচ হিসেবে শেষ হয়েছে গ্রাহাম রিড যুগ। তারপরেই হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে এই জয় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ভারতের পক্ষে সবথেকে স্বস্তির খবর তাদের তারকা ড্র্যাগ ফ্লিকার হরমনপ্রীত ফর্মে ফিরেছেন। বিশ্বকাপে অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়ার পরে হরমনপ্রীতের এই ফর্মে ফেরা ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ।
এদিন টানটান উত্তেজনার ম্যাচ ভারত ৩-২ গোলে জিতেছে। এদিন বিরতির ঠিক আগে ভারতীয় দলের হয়ে পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত। তাঁর 'ট্রেডমার্ক' শটে গোল করেন হরমনপ্রীত। খুব নিচু শটে এদিন গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে ভারতের হয়ে সুখজিত সিং দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন।
আরও পড়ুন:- LLC 2023: পুরনো চাল ভাতে বাড়ে, দেখিয়ে দিলেন মিসবা, গম্ভীরের লড়াই ব্যর্থ হল ইন্ডিয়ার হারে
এদিন ভারতের হয়ে গোলে অ্যাসিস্ট করেন জারমানপ্রীত সিং এবং মনপ্রীত সিং। ভারত ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল। এরপরেও দুরন্ত কামব্যাক করে জার্মান দল। হরমনপ্রীত শেষ মুহূর্তে পেনাল্টি স্ট্রোক মিস করলেও ভারতকে ভুগতে হয়নি।
আরও পড়ুন:- PSL-এ সব থেকে কম বলে সেঞ্চুরি রিলির, পোলার্ড ঝড়ে রান তাড়া করে সব থেকে বড় জয় মুলতানের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।