ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত শতরান করেছিলেন ঋষভ পন্ত। পাশাপাশি তিনি দ্বিতীয় ইনিংসে অনবদ্য হাফ-সেঞ্চুরিও করেন। তবে প্রথম ইনিংসে তাঁর করা ১১১ বলে ১৪৬ রানের ঝড়ো ইনিংসে মজেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।
পন্তের এই ইনিংস ব্রিটিশদের বেশ চাপে ফেলে দিয়েছিল। তবে বেন স্টোকস যে মাঠে দাঁড়িয়ে তাঁর ঝড়ো ব্যাটিং বেশ ভালো ভাবেই উপভোগ করেছেন, লুকোছাপা না করে, সে কথা পরিষ্কার বলে দিলেন ব্রিটিশ অধিনায়ক।
আরও পড়ুন: রঞ্জি বাদ দিন, বুমরাহ ক্লাব ক্রিকেটেও নেতৃত্ব দেওয়ার যোগ্য নয়- ভারতের প্রাক্তনী
বেন স্টোকস ম্যাচ জেতার পর বলেছেন, ‘প্রথম ইনিংসে পন্তের দুরন্ত ব্যাটিং আমাদের চাপে ফেলে দিয়েছিল। তবে আমি সেই ইনিংস দেখে আমি মুগ্ধ। এটা দেখে খুব ভালো লাগছে যে, ওর মতো কেউ যাকে নিয়ে বছরের পর বছর ধরে সমালোচনা হয়েছে, এখন প্রশংসায় ভরিয়ে দেওয়া হচ্ছে।’
আরও পড়ুন: কোহলিকে অপমান ECB-র, নেট পাড়ায় ক্ষোভ, ক্রিকেট বোর্ডের দায়বদ্ধতা নিয়ে উঠল প্রশ্ন
পন্ত ইংল্যান্ডের মাটিতে কোনও সফরকারী দলের উইকেটকিপার হিসেবে প্রথম বার একটি টেস্ট ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ২০০ রানের গণ্ডি টপকেছেন। পন্ত দুই ইনিসে ১৪৬ এবং ৫৭ রান করেছিলেন। সুতরাং, ইংল্যান্ডে সফরকারী দলের উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে টেস্টের দুই ইনিংস মিলিয়ে সব থেকে বেশি রান করার সর্বকালীন রেকর্ড গড়ে ফেলেছেন ঋষভ পন্ত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।