এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম এবং শেষ টেস্টের আগে, অধিনায়ক রোহিত শর্মা কোভিড -১৯ পজিটিভ হন। যার ফলে বড় ধাক্কা খায় ভারতীয় দল। স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠেছে, রোহিত কি এজবাস্টনে খেলতে পারবেন?
গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচের আগে যখন বাবার শরীরের আপডেট দিলেন রোহিতের ছোট্ট মেয়ে সামাইরা। ইংল্যান্ডের সাংবাদিকরা ছোট্ট সামাইরার কাছে রোহিত শর্মার প্রসঙ্গে জানতে চাইলে, নিষ্পাপ শিশু আধো আধো গলায় জানায়, তার বাবা ঘুমাচ্ছেন। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। সামাইরার মিষ্টি স্বভাবে মুগ্ধ হয়েছে নেট পাড়া।
আরও পড়ুন: তাঁর তোলা ছবি ব্যবহার করেছেন কোহলি, টুইটারে তীব্র প্রতিক্রিয়া ব্রিটিশ ফটোগ্রাফারের
সামাইরার কাছে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, ‘তোমার বাবা কোথায়?’ প্রশ্নটি শুনেই সামাইরা দাঁড়িয়ে পড়ে। মিষ্টি করে উত্তর দেয়, ‘বাবা তো রুমে। বাবা করোনা পজিটিভ। তাই ঘরে থাকতে হবে। তাই যে কেউ একজন বাবার রুমে যেতে পারে।’ এই ভিডিয়োতে সামাইরাকে মা রীতিকা সচদেব এবং ন্যানির সঙ্গে হোটেল থেকে বের হতে দেখা গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।