ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। আগে এই ম্যাচটি হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ধর্মশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এখন এই ম্যাচটি ইন্দোরে অনুষ্ঠিত হবে। বিসিসিআই নিজেই টুইট করে এই তথ্য জানিয়ে দিয়েছে। এই ম্যাচটি হবে ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত। বিসিসিআই জানিয়েছে, হিমাচল প্রদেশে খারাপ আবহাওয়ার কারণে মাঠে ঠিকমতো ঘাস আসেনি এবং পুরোপুরি আসতে সময় লাগবে। যে কারণে এবার ম্যাচটি অনুষ্ঠিত হবে ইন্দোরে।
সোমবার বিসিসিআই স্পষ্ট করে দিয়েছে যে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ আর ধর্মশালায় অনুষ্ঠিত হবে না। ১ থেকে ৫ মার্চ অনুষ্ঠিত এই ম্যাচটি ধর্মশালা থেকে ইন্দোরে স্থানান্তরিত করা হয়েছে। বিসিসিআই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। আগে খবর ছিল যে ধর্মশালায় তৃতীয় টেস্ট খেলা হবে না, এখন বিসিসিআইও এই খবর নিশ্চিত করে দিয়েছে।
আরও পড়ুন… WPL Auction 2023: কোন কোন ভারতীয় তারকা নিলামে ঝড় তুলতে পারেন, দেখুন সেই তালিকা
বিসিসিআই কিউরেটর তাপস চট্টোপাধ্যায় পিচ এবং আউটফিল্ড পরিদর্শন করতে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়াম পরিদর্শন করেছিলেন। তিনি বোর্ডে প্রতিবেদন জমা দেন এবং পরদিনই বোর্ডের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূচি অনুযায়ী সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ দিল্লিতে এবং শেষ ম্যাচ আমদাবাদে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন… WPL Auction- কত টাকা পার্স, সর্বোচ্চ বেস প্রাইস, দল কোনগুলি, নিলামের আগে জেনে রাখুন
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।