পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার সরাসরি প্রভাব পড়তে পারে ভারত-পাক ক্রিকেটীয় সম্পর্কে। জটিলতা দেখা দিতে পারে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট ঘিরে। তবে তার আগেই পাকিস্তানের তারকা ক্রিকেটারদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হল ভারতে।
বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি-সহ একাধিক পাক তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে ভারতে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বাবরদের অ্যাকাউন্টে উঁকি দেওয়ার চেষ্টা করলে স্ক্রিনে বার্তা ফুটে ওঠে যে, ‘এই অ্যাকাউন্ট ভারতে উপলব্ধ নয়।’
ইনস্টাগ্রামের তরফে এর কারণও জানানো হয়। স্ত্রিনেই আরও ফুটে ওঠে যে, এই কন্টেন্ট সীমাবদ্ধ করার আইনি অনুরোধ মেনে নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কারণটা আলাদা করে জানিয়ে দেওয়ার প্রয়োজন হয় না। পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার পরে ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক এই মুহূর্তে যে রকম তিক্ত পরিস্থিতিতে রয়েছে, তাতে এমন পদক্ষেপ অস্বাভাবিক মনে হচ্ছে না মোটেও।