২০২৬-এর টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির কথা ভেবে সব দলই শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের যাচাই করে নিতে চায়। তবে উল্টো পথে হাঁটতেই পছন্দ করে বাংলাদেশ। তারা ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পাকিস্তানে উড়ে যাওয়ার আগে সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক সিরিজ খেলবে দুর্বল আমিরশাহির বিরুদ্ধে।
মে মাসের শষ সপ্তাহে শুরু হবে বাংলাদেশ দলের পাকিস্তান সফর। তবে তার আগে চলতি মাসের তৃতীয় সপ্তাহে আমিরশাহির বিরুদ্ধে ২টি টি-২০ ম্যাচের সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। এই ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ও ১৯ মে তারিখে। ২টি টি-২০ ম্যাচই খেলা হবে শারজায়।
গত তিন বছরে এই নিয়ে দ্বিতীয়বার আমিরশাহির বিরুদ্ধে দ্বিপাক্ষিক টি-২০ সিরিজে মাঠে নামতে চলেছে বাংলাদেশ। ২০২২ সালে তারা আমিরশাহির বিরুদ্ধে ২ ম্যাচের টি-২০ সিরিজে মাঠে নামে। সেই সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। এবার পাকিস্তান সফরের আগে আমিরশাহির বিরুদ্ধে জয় তুলে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে চাইছেন শান্তরা।
আরও পড়ুন:- মেসি IPL খেললে CSK-তে যোগ দিতেন! ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কোন দলে রাখলেন জাদেজা?- ভিডিয়ো
উল্লেখ্য, আইসিসির দলগত টি-২০ ব়্যাঙ্কিংয়ে বাংলাদেশ এই মুহূর্তে ৯ নম্বরে রয়েছে। তাদের সংগ্রহে রয়েছে ২২৯ রেটিং পয়েন্ট। অন্যদিকে আমিরশাহির টি-২০ ব়্যাঙ্কিং এই মুহূর্তে ১৬। তাদের সংগ্রহে রয়েছে ১৭৯ রেটিং পয়েন্ট। সুতরাং, আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বাংলাদেশের থেকে বিস্তর পিছিয়ে আমিরশাহি।
সংযুক্ত আরব আমিরশাহি এই মুহূর্তে নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড কাপ লিগ-টু খেলতে ব্যস্ত রয়েছে। তারা ৮ দলের লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে। ১১টি ম্যাচের মধ্যে তারা জয় তুলে নিয়েছে মোটে ২টি ম্যাচ।
আমিরশাহি বনাম বাংলাদেশ টি-২০ সিরিজের সূচি
১. প্রথম টি-২০: ১৭ মে (শারজা)।
২. দ্বিতীয় টি-২০: ১৯ মে (শারজা)।
আমিরশাহি সিরিজ শেষ করেই পাকিস্তান সফরে রওনা দেবে বাংলাদেশ দল। প্রাথমিকভাবে পাকিস্তানে ওয়ান ডে ও টি-২০ ফর্ম্যাটের ২টি সীমিত ওভারের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে উভয় বোর্ডের সম্মতিতে টি-২০ ফর্ম্যাটেই সব ম্যাচ খেলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৬ টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
আরও পড়ুন:- যশস্বী-কোহলি-সুদর্শনকে টপকে IPL 2025-এর কমলা টুপি সূর্যকুমারের
পাকিস্তান বনাম বাংলাদেশ টি-২০ সিরিজের সূচি
১. প্রথম টি-২০: ২৫ মে (ফয়জলাবাদ)।
২. দ্বিতীয় টি-২০: ২৭ মে (ফয়জলাবাদ)।
৩. তৃতীয় টি-২০: ৩০ মে (লাহোর)।
৪. চতুর্থ টি-২০: ১ জুন (লাহোর)।
৫. পঞ্চম টি-২০: ৩ জুন (লাহোর)।