পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার পরে উদ্ভূত পরিস্থিতির বড়সড় প্রভাব পড়তে চলেছে উপমহাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে। একটি বহুজাতিক টুর্নামেন্ট ছাড়াও টিম ইন্ডিয়ার একটি দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
বর্তমান পরিস্থিতিতে শুধু পাকিস্তানের সঙ্গেই নয়, বরং বাংলাদেশের সঙ্গেও ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝে বাংলাদেশ সফরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাওয়ার কথা ভারতীয় ক্রিকেট দলের। অগস্টে বাংলাদেশ সফরে ৩টি ওয়ান ডে ও সম সংখ্যক টি-২০ ম্যাচের ২টি সিরিজ খেলার কথা টিম ইন্ডিয়ার। তবে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সেই সিরিজ বাতিল হতে পারে বলে খবর।
বিসিসিআইয়ের এক সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন যে, আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুযায়ী ভারতীয় দলের বাংলাদেশ সফরে যাওয়ার কথা। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। প্রবল সম্ভাবনা রয়েছে যে, ভারত ওয়ান ডে ও টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে যাবে না।
আরও পড়ুন:- ৫০টি লিগ ম্যাচের শেষে IPL 2025-এ ১০ দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেছেন কারা?
অনিশ্চিত এশিয়া কাপ ক্রিকেট ২০২৫
শুধু ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়েই নয়, বরং ২০২৫ সালের এশিয়া কাপ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করছে ভারত। টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরের পরেই সেপ্টেম্বরে নিরপেক্ষ কেন্দ্রে এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা। কোথায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট, তা এখনও স্থির হয়নি। তবে এটা ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলার উপযুক্ত পরিস্থিতি নয় বলেই টুর্নামেন্ট স্থগিত হয়ে যেতে পারে।
এবছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। পাকিস্তান যোগ্যতা অর্জন করায় টুর্নামেন্ট হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ভারতীয় দল টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে কিনা, সেই বিষয়েও রয়েছে ধোঁয়াশা।
আরও পড়ুন:- মেসি IPL খেললে CSK-তে যোগ দিতেন! ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কোন দলে রাখলেন জাদেজা?- ভিডিয়ো
হকির এশিয়া কাপে পাকিস্তান অনিশ্চিত
ক্রিকেটের বাইরে অন্যন্য খেলাতেও প্রভাব পড়তে পারে পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার। ২৭ অগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিহারের রাজগীরে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। বর্তমান পরিস্থিতিতে এশিয়া কাপে অংশ নিতে পাকিস্তান হকি দলের ভারতে আসা চূড়ান্ত অনিশ্চিত। এই উপমহাদেশীয় টুর্নামেন্ট আসলে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়। সেই নিরিখে জটিলতা দেখা দিতে পারে বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়েও।
এছাড়া চলতি বছরেই চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ। সেই টুর্নামেন্টেও পাকিস্তানের অংশ নেওয়া চূড়ান্ত অনিশ্চিত।