শুভব্রত মুখার্জি: গোড়ালিতে চোটের কারণে ব্রাজিলীয় তারকা ফুটবলার নেইমার জুনিয়রের চলতি মরশুমটা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। চোট এতটাই গুরুতর ছিল যে অস্ত্রোপচার জরুরি হয়ে যায়। শনিবারেই তাঁর অপারেশন হয়ে গিয়েছে। অপারেশন ঠিক ভাবেই সম্পন্ন হয়েছে। আপাতত সুস্থ আছেন নেইমার। কাতারে অপারেশন সম্পন্ন হয়েছে তাঁর। কাতারের রাজধানী দোহার এসপেটার হাসপাতালে সম্পন্ন হয়েছে এই অপারেশন। এর ফলে তিন-চার মাস টানা বিশ্রামে থাকতে হবে নেইমারকে। তারপরেই ধীরে ধীরে মাঠে ফিরতে পারবেন তিনি।
আরও পড়ুন… Legends League Cricket 2023 Live: ২০ ওভারে ১৬৬ রান তুলল ওয়ার্ল্ড জায়ান্টস
হাসপাতালের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘নেইমারের গোড়ালির অপারেশন সফল ভাবে হয়েছে। এই অপারেশনের ফলে গোড়ালিতে বারবার এই চোট ফিরে আসার সমস্ত সম্ভাবনা শেষ হয়েছে। আপাতত সুস্থ রয়েছেন নেইমার।’ এরপরেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে কাতারের সেই হাসপাতালের ছবি। যেখানে নিজের বেডে হাসপাতালের নীল জামা পড়ে শুয়ে রয়েছেন নেইমার। তাঁর হাতে রয়েছে ব্যান্ডেজ এবং স্যালাইন চ্যানেল। এই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। গতবারের কাতার বিশ্বকাপ থেকে ব্রাজিল কোয়ার্টার ফাইনালেই ছিটকে গেছিল। এরপর পিএসজির ব্রাজিলীয় তারকা ফুটবলার নেইমার ক্লাবের হয়ে খেলতে গিয়েই ডান পায়ের গোড়ালিতে চোট পান। সেই চোটের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন… নাথান লিয়নের বলে আউট হয়ে রাগে মাটিতেই লাথি শুভমন গিলের!
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।