বর্তমানে প্রিমিয়র লিগ তালিকায় ষষ্ঠ স্থানে থাকলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দলে তারকার অভাব নেই। রোনাল্ডো থেকে রাশফোর্ড, বিশেষত ফরোয়ার্ড লাইনে বিশ্বমানের প্রতিভার ছড়াছড়ি, তাই সকলে যে দলে সুযোগ পাবেন না, তা নিশ্চিতই। সেই কারণেই সুযোগের অভাবে এ বছর জানুয়ারিতেই ক্লাব ছাড়তে আগ্রহী অ্যান্থনি মার্শিয়াল।
ফরাসি ফরোয়ার্ড মার্শিয়াল গত মরশুম পর্যন্তও দলে মোটামুটি সুযোগ পেয়েছেন। তবে একেই তো তার খারাপ ফর্ম, পাশাপাশি চোট আঘাত, উপরন্তু ক্রিশ্চিয়ানো রোনল্ডোর আগমনে মার্শিয়াল এ মরশুমেই প্রায় খেলার সুযোগই পাননি। তিনি এখনও অবধি লিগে মাত্র দুটি ম্যাচ স্টার্ট করেছেন এবং একটি গোল করতে সক্ষম হয়েছেন। আর দলের রিজার্ভ বেঞ্চে সময় কাটাতে মার্শিয়াল আগ্রহী নন বলেই জানিয়েছেন তাঁর এজেন্ট ফিলিপ ল্যাম্বলি।
Sky Sports News-কে এক সাক্ষাৎকারে ল্যাম্বলি জানান, ‘জানুয়ারি মাসেই দল ছাড়তে আগ্রহী অ্যান্থনি। ও বেশি করে ম্যাচ খেলতে আগ্রহী। সেই কারণেই ও থাকতে চায় না এবং এই বিষয়ে আমি ক্লাবের সঙ্গে শ্রীঘ্রই কথাবার্তা শুরু করব।’ মার্শিয়ালের কথা সরাসরি না বললেও রেড ডেভিলদের বিশাল বড় স্কোয়াড় যে পরের মাসের ট্রান্সফার উইন্ডোতে কিছুটা কাছছাঁট হবে, তার পূর্বাভাস দলের কোচ রাল্ফ রাংনিকও দিয়ে রেখেছেন।
‘আমাদের স্কোয়াডটা বেশ বড়। আমাদের এটা নিশ্চিত করতে হবে যে যারা রয়েছেন, তারা যেন ক্লাবে থাকতে ইচ্ছুক হন। কারুর যদি মনে হয় যে তারা নির্দিষ্ট সময় খেলার সুযোগ পাচ্ছেন না, তাহলে তাদরে সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে লোনের ব্যবস্থা করাটাই শ্রেয়।’ বলে জানান ইউনাইটেড কোচ। প্রসঙ্গত, ২০১৯ সালে নতুন চুক্তি স্বক্ষর করার পর এখনও অন্তত তাঁর সঙ্গে ইউনাইটডের তিন বছরের চুক্তি তো বাকি রয়েছেই, পাশপাশি সেই চুক্তিতে এক বছর বাড়ানোর বিকল্পও রাখা হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।