আরও ছয় মরশুম বার্সেলোনায় থাকতে চলেছেন স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। আর সেখানেই লিওনেল মেসির গায়ে চাপানো দশ নম্বর জার্সি পড়ে খেলতে চলেছেন স্প্যানিশ সুপারস্টার। কাতালানদের হয়ে অতীতে স্রেফ মেসি একাই নন, এই জার্সি পড়েই খেলেছেন দিয়েগো আর্মান্দো মারাদোনা, রোনাল্ডিনহো, লিওনেল মেসিরা।
দশ নম্বর জার্সি পড়ার কথা আগেই জানতে পেরেছিলেন ইয়ামাল। কারণ ২০৩১ সাল পর্যন্ত তিনি মেসিদের পুরনো ক্লাবের সঙ্গেই নিজের চুক্তি বাড়িয়ে নেন। সবেমাত্র ১৮য় পা দিয়েছেন ইয়ামাল, আর তাতেই তিনি ফুটবলবিশ্বের নজরে চলে এসেছেন। গতবছরই উয়েফা ইউরো কাপ জিতেছেন। এছাড়াও বার্সেলোনার হয়ে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে দুর্দান্ত ফুটবল খেলেছেন গত মরশুম জুড়ে।
ইয়ামাল বলছেন, ‘আমি আমার নিজের রাস্তা নিজেই তৈরি করেছি। সব ক্ষুদে ফুটবলাররাই তারকাদের মতো হতে চায়। যারা এই জার্সিতে খেলেছে, ওরা প্রত্যেকেই অসাধারণ খেলোয়াড়, আমিও তাঁদের দেখানো পথেই হাঁটতে চাইব। আমার লক্ষ্য থাকবে দলকে জেতানো এবং যত বেশি সম্ভব উন্নতি করা। এটাই আমার জীবনের সেরা ক্লাব, এটাই আমার ঘড়। আমি এখানে ৭ বছর বয়স থেকেই রয়েছি ’।
গত মরশুমে ইয়ামাল ১৯ নম্বর জার্সিতে খেলেছিলেন। আনসু ফাতি মোনাকো থেকে এসে ১৯ নম্বর জার্সি পড়ে খেলছিল। লামিন এবং তাঁর পরিবারও উপস্থিত ছিলেন যখন বার্সা সভাপতি জোয়ান লাপোর্তা তাঁর হাতে ১০ নম্বর জার্সি তুলে দেন। যদিও কিছুদিন আগেই ইয়ামাল বিতর্কে জড়িয়েছিলেন, কারণ নিজের জন্মদিনের পার্টিতে কিছুটা বাজে কাজই তিনি ঘটিয়ে ফেলেছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।