বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > বিশ্বকাপ থেকে ব্রাজিলের ছিটকে যাওয়ার জের- হার ছিনতাই করে তিতেকে তিরস্কৃত করল চোরও
পরবর্তী খবর
বিশ্বকাপ থেকে ব্রাজিলের ছিটকে যাওয়ার জের- হার ছিনতাই করে তিতেকে তিরস্কৃত করল চোরও
1 মিনিটে পড়ুন Updated: 25 Dec 2022, 08:14 PM ISTTania Roy
গত সপ্তাহে স্ত্রীকে নিয়ে ভোরবেলা বাড়ির বাইরে হাঁটতে বেরে হয়েছিলেন তিতে। সেই সময়েই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি চেন দিয়ে তাঁর ঘাড়ে আঘাত করে। চেন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি সেই ব্যক্তি তিতের কাছে ব্যাখ্যা চায়, কেন ব্রাজিল এ ভাবে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেল।
ব্রাজিলের প্রাক্তন কোচ তিতে।
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ব্রাজিলের প্রাক্তন কোচ তিতের। কাতার বিশ্বকাপে ব্রাজিল ছিটকে যাওয়ার পর থেকেই তিতের কপাল পুড়েছে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল ছিটকে যাওয়ার পর চাকরি যায় তিতের। এ বার আবার রিয়োতে নিজের বাড়ির সামনে এক দুষ্কৃতীর হাতে প্রহৃত হয়েছেন তিনি! যা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ছিনতাইকারী তাঁর গলার চেন ছিনিয়ে নিয়েছে, সেই সঙ্গে নাকি বিশ্বকাপের ব্যর্থতার জন্য তিরস্কারও করে গিয়েছে।
ব্রাজিলের একটি সংবাদপত্র জানিয়েছে, গত সপ্তাহে স্ত্রীকে নিয়ে ভোরবেলা বাড়ির বাইরে হাঁটতে বেরে হয়েছিলেন তিতে। সেই সময়েই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি চেন দিয়ে তাঁর ঘাড়ে আঘাত করে। চেন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি সেই ব্যক্তি তিতের কাছে ব্যাখ্যা চায়, কেন ব্রাজিল এ ভাবে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেল। কোচ হিসেবে তিনি বিশ্বকাপে দলকে সামলাতে পারেননি বলে কটাক্ষ করে ওই চোর। আসলে বিশ্বকাপে ব্রাজিল হারায় মনের সমস্ত ক্ষোভ প্রাক্তন কোচের উপর উগরে দেয় সেই ছিনতাইকারী। তার পরই সেখান থেকে চম্পট দেয়।
পরে সাংবাদিকরা প্রাক্তন কোচের প্রতিক্রিয়া চাইলে তিনি কোনও স্পষ্ট জবাব দিতে চাননি। তবে পুলিশ প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে, ওই ব্যক্তি তিতের প্রতিবেশীর বাগানে চেন দিয়ে বেঁধে রাখা সাইকেল চুরি করার চেষ্টা করছিল। সেই সময় তিনি বাধা দিতে গেলে শারীরিক ভাবে হেনস্তার শিকার হন। তিতেকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর স্ত্রী। অবস্থা বেগতিক দেখে সেই ব্যক্তি পালায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।