শুভব্রত মুখার্জি: গ্লেজার পরিবারের হাত থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকানা যে হস্তান্তরিত হতে চলেছে তা আগেই জানা গিয়েছিল। তবে কবে, কখন সেই হস্তান্তর হতে পারে সেই নিয়ে জল্পনা ছিল। এবার সেই জল্পনার অবসান ঘটতে চলেছে। ক্লাব সূত্রে যা খবর তাতে করে কাতারের ধনকুবের শেখ জসিমের হাতে ইউনাইটেডের মালিকানা উঠতে চলেছে বছর শেষেই। যা খবর তাতে করে নভেম্বর মাসেই আনুষ্ঠানিকভাবে এই হস্তান্তর সম্পন্ন হতে চলেছে।
মাঝে এই হস্তান্তর প্রক্রিয়াতে দেরি হচ্ছিল। তবে আইনি জটিলতা সব কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। যা খবর তাতে করে ছয় বিলিয়ন পাউন্ডের বিনিময় মূল্যে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। যা শোনা যাচ্ছে তাতে করে ব্রিটেনের স্যার জিম রাটক্লিফকে এই দৌড়ে পিছনে ফেলে দিয়েছেন কাতারের ধনকুবের শেখ জসিম।
গত নভেম্বর মাসেই ইউনাউটেডের মালিক গ্লেজার পরিবার জানিয়ে দিয়েছিল যে ক্লাব বিক্রি করবে তারা। উল্লেখ্য ২০০৫ সালে এই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাবটি কিনেছিল গ্লেজার পরিবার। তবে ক্লাবের ম্যানেজমেন্টের সিদ্ধান্তের গন্ডগোলের ফলে এখন সমস্যায় রয়েছে ক্লাব। বেড়েছে ঋণের বোঝা। যা বর্তমানে ১ বিলিয়ন পাউন্ড ছাড়িয়ে গিয়েছে।
ইতিমধ্যেই ক্লাব তাদের শার্টের স্পন্সরশিপের নবীকরন করেছে বহুজাতিক কোম্পানি অ্যাডিডাসের সঙ্গে। ১০ বছরের জন্য স্বাক্ষরিত হয়েছে নয়া চুক্তি। ২০৩৪ সাল পর্যন্ত ইউনাউটেড তাদের শার্টে অ্যাডিডাসের লোগো ব্যবহার করবে। ৯০০ মিলিয়ন পাউন্ডে স্বাক্ষরিত হয়েছে এই চুক্তি। চলতি মরশুমে ইউনাউটেড বেশ কিছু ভালো ফুটবলারকে সই করিয়েছে। গোলরক্ষক হিসেবে ডেভিডের বদলে আন্দ্রে ওনানাকে চুক্তিবদ্ধ করেছে তারা।
প্রসঙ্গত অ্যাপলের মতো একাধিক বিখ্যাত সংস্থাও ম্যান ইউ কিনতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু চূড়ান্ত লড়াইয়ে ছিলেন কাতারের শেখ জসিম বিন হামাদ আল থানি এবং ব্রিটিশ ধনকুবের স্যার জিম র্যাটক্লিফ। তবে র্যাটক্লিফের প্রস্তাবে অখুশি ছিলেন সমর্থকরা। বোর্ডের একটা অংশও তাঁর প্রস্তাব মানেনি। তিনি চাইছিলেন ক্লাবের ৬০ শতাংশ মালিকানা নিজের হাতে রাখতে। বাকিটা গ্লেজার পরিবারের হাতেই ছাড়তে চাইছিলেন ব্রিটিশ ধনকুবের। সেই প্রস্তাব প্রত্যাখ্যাত হয়।
কাতারি ধনকুবের পুরোপুরি ক্লাবের ১০০ শতাংশ মালিকানা কিনতে আগ্রহী ছিলেন। ক্লাবের সব ধার মিটিয়ে আবারও বিশ্বের শক্তিশালী ফুটবল দলগুলির মধ্যে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। শেষ পর্যন্ত সেই প্রস্তাবই গৃহীত হয়েছে। যার ফলে ১৭ বছর পর বদল হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকানার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।