হঠাৎ করেই স্বব্ধ হয়ে গিয়েছে ফুটবল বিশ্ব। নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন ১৯৭৪ বিশ্বকাপ জয়ী দলের কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার। রবিবার সকালে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘ডের বোম্বার’।
ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফরোয়ার্ড মুলার পরিচিত ছিলেন 'ডের বোম্বার' নামে। ১৯৭২ সালে জার্মানিকে ইউরো কাপ দেওয়া মুলার ১৯৭৪ সালে দেশকে ফুটবল বিশ্বকাপ জেতান। ওই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। শুধু তাই নয়, মুলারই ছিলেন বায়ার্নের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ৬০৭ ম্যাচে ৫২২টি গোল এসেছিল তাঁর পা থেকে। গোটা ফুটবল কেরিয়ারে তিনি দেশ ও ক্লাব মিলিয়ে মোট ৭৮০ ম্যাচে ৭১১টি গোল করেছিলেন।
তাঁর ক্লাব বায়ার্ন মিউনিখের তরফে টুইটে শোকজ্ঞাপন করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘গার্ড মুলারের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে গিয়েছে এফসি বার্য়ান। এফসি বার্য়ানের বিশ্বটাই যেন থেমে গিয়েছে। ক্লাব এবং গোটা বিশ্বের তাঁর সমর্থকেরা গার্ড মুলারের মৃত্যুতে শোকস্তব্ধ। রবিবার সকালে ৭৫ বছর বয়সে তিনি মারা যান।’
১৯৭২ সালে এক মরশুমে ৮৫টি গোল করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন মুলার। সেই রেকর্ড টানা ৪০ বছর অক্ষত থাকার পর ২০১২ সালে সেটি ভাঙেন লিওনেল মেসি। দু'টি বিশ্বকাপ খেলে মুলার মোট ১৪টি গোল করেছেন। যেই রেকর্ড অক্ষত ছিল প্রায় ৩২ বছর। ২০০৬ সালে সেটি ভেঙে দেন রোনাল্ডো।
১৯৮২ সালে ফুটবল ক্যারিয়ার শেষ হওয়ার পরে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন গার্ড মুলার। ২০১৫ সালে অ্যালঝাইমার্স রোগেও আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে সত্যি হঠাৎ করেই থমকে গিয়েছে ফুটবল বিশ্ব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।