বিশ্বকাপ জিতে সোনার গ্লাভস গোপানাঙ্গে ঠেকিয়ে অশ্লীল ইঙ্গিত করে বিতর্কের মুখে পড়েছেন আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু তিনি এটি কেন করলেন? এই নিয়েই উঠেছে বহু প্রশ্ন। এবার সেই বিষয় নিয়েই মুখ আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ ফাইনালের নির্ধারিত সময় যদি লিওনেল মেসির হয় তাহলে এক্সট্রা টাইমের শেষ ও টাই ব্রেকারটা আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে তিনি দুর্দান্ত একটি শট আটকে দিয়ে দলের হার আটকে দেন। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে আর সেখানে নিজের দক্ষতা দেখিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ।
আরও পড়ুন… FIFA World Cup 2022: সোনার গ্লাভস গোপনাঙ্গে ঠেকিয়ে অশ্লীল ভঙ্গি, নয়া বিতর্কে ফাইনালের নায়ক মার্টিনেজ- ভিডিয়ো
ফাইনাল ম্যাচ নিয়ে মোট দুটো ম্য়াচে আর্জেন্তিনাকে টাইব্রেকারে রক্ষা করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। আর সেই কারণেই জিতে নিয়েছেন ২০২২ ফিফা বিশ্বকাপের সোনার গ্লাভস। সোনার গ্লাভস পাওয়ার পর তাঁর সেলিব্রেশন নিয়ে তৈরি হয়েছিল নতুন বিতর্ক। তিনি সোনার গ্লাভস পাওয়ার পর ট্রফি নিয়ে নিজের গোপনাঙ্গে ঠেকিয়েছিলেন, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু কেন তিনি এই ধরনের সেলিব্রেশন করলেন, তা নিয়ে অবশেষে মুখ খুললেন আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
আরও পড়ুন… লজ্জার নজির গড়ল বাবর আজমের পাকিস্তান, প্রথমবার ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ
বিশ্বকাপের পর তাঁর এই সেলিব্রেশন নিয়ে যখন বিশ্বের অধিকাংশ সমর্থক নিন্দা করছেন সেই সময় মুখ খুললেন মার্টিনেজ। আর্জেন্তিনার একটি রেডিও স্টেশন লা রেড-কে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, ‘আমি ওটা করেছিলাম কারণ ফ্রান্স দল আমার পিছনে লেগেছিল। অহংকার আমার ক্ষেত্রে কাজ করে না।’ অর্থাৎ ফ্রান্সকে এভাবেই জবাব দিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।