শুভব্রত মুখার্জি: বছর শেষে অক্টোবর-নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপের আসর। সেই উদ্দেশ্যে প্রস্তুতি সারতে ইতিমধ্যেই উঠেপড়ে ২২ গজে নেমে পড়েছে ভারতীয় দল। একের পর এক সিরিজ খেলবেন তারা। একদিকে ভারতের একটি দল যখন গিয়েছে আয়ারল্যান্ড সফরে। তখন অন্য দল রয়েছে ইংল্যান্ডে। বিশেষজ্ঞদের মতে টি-২০ বিশ্বকাপের দলে অঘটন না ঘটলে জায়গা পাকা দীনেশ কার্তিকের। তবে কার্তিকের দলে জায়গা প্রায় পাকা হলেও অশ্বিনের ব্যাপারে সেটা মোটেও বলা যায় না। তবে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চান না দুই তারকা। তাই সূত্রের খবর চলতি তামিলনাড়ু প্রিমিয়র লিগের দ্বিতীয় ভাগে খেলতে পারেন এই দুই তারকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।