শুভব্রত মুখার্জি: সাম্প্রতিককালে তিন ফর্ম্যাটের ক্রিকেটের মধ্যে সংক্ষিপ্ত ফর্ম্যাটে খুব অভূতপূর্ব উন্নতি ঘটিয়েছে বাংলাদেশ দল। বিশেষ করে ওয়ানডে ফর্ম্যাটে টাইগারদের সাম্প্রতিক অতীতের পারফরম্যান্স অত্যন্ত ভালো। তাদের পরিসংখ্যান সেই কথাই বলছে। বিদেশের মাটিতে শেষ তিনটি ওয়ানডে সিরিজের তিনটিতেই জিতেছেন টাইগাররা। বলা বাহুল্য শেষ ৭টি সিরিজের ৬টিতেই জিতেছেন তারা। তবে ওয়ানডেতে অভূতপূর্ব সাফল্য এলেও টেস্টের আঙিনায় বাংলাদেশ ক্রিকেটের সেইরকম উন্নতি লক্ষ্য করা যায়নি। তাদের হেড কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য এর উপায়ও বাতলে দিয়েছেন। তার মতে আরও বেশি করে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে হবে টাইগারদের। তাহলেই এই সমস্যার সমাধান সম্ভব।
সাম্প্রতিককালে লাল বলের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স বেশ হতাশজনক। পরপর টেস্টে ব্যর্থতা গ্রাস করেছে দলকে। যার কারণ খুঁজে পেয়েছেন বাংলাদেশের বর্তমান কোচ রাসেল ডমিঙ্গো। তার মতে যত বেশি করে সিনিয়র দলের ক্রিকেটাররা প্রথম শ্রেণির ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট খেলবেন তত তাদের সামনে সুযোগ আসবে সাফল্য পাওয়ার।
সম্প্রতি টাইগাররা তাদের টেস্ট অধিনায়কত্বেও বদল ঘটিয়েছে। তবে দেশের সেরা অলরাউন্ডার শাকিব আল হাসানকে নেতৃত্বের দায়িত্ব দিলেও বদলায়নি সার্বিক চিত্র। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগাররা ০-২ ব্যবধানে হেরেছে টেস্ট সিরিজ। তার আগে ঘরের মাঠে হেরেছে শ্রীলঙ্কার কাছেও। শাকিব ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের পরেই সতীর্থদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। এবার সেই সমস্যাকেই তুলে ধরেছেন ডমিঙ্গো।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।