বাংলা নিউজ > ময়দান > Australia's ploy to deny Virat 200 runs: সব ফিল্ডারকে পাঠালেন বাউন্ডারিতে, বিরাটকে ২০০ করতে না দেওয়ার ছক সফল স্মিথের!
পরবর্তী খবর
Australia's ploy to deny Virat 200 runs: সব ফিল্ডারকে পাঠালেন বাউন্ডারিতে, বিরাটকে ২০০ করতে না দেওয়ার ছক সফল স্মিথের!
1 মিনিটে পড়ুন Updated: 12 Mar 2023, 10:33 PM ISTAyan Das
Australia's ploy to deny Virat 200: বিরাট কোহলির দ্বিশতরান রুখতে বাউন্ডারিতে নয় ফিল্ডার রেখে দেয় অস্ট্রেলিয়া। অর্থাৎ বিরাটকে সরাসরি চ্যালেঞ্জ করেন স্টিভ স্মিথ - দ্বিশতরান করতে হলে বাউন্ডারি টপকাতে হবে। সেই ফিল্ডিং প্লেসিংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল।
বিরাটে দ্বিশতরান রুখতে অস্ট্রেলিয়ার সেই ফিল্ড প্লেসিং এবং বিরাট আউট হওয়ার পর অভিনন্দন স্মিথের। (ছবি সৌজন্যে টুইটার এবং পিটিআই)
টেস্টে ৪০ মাসের শতরানের খরা কেটেছে আমদাবাদে। সেই শাপমোচনের ইনিংসেই বিরাট কোহলি দ্বিশতরান হাঁকাবেন বলে আশায় বুক বাঁধতে থাকেন ভারতবাসী। বিশেষত অক্ষর প্যাটেল যখন ক্রিজে ছিলেন, তখন মনে হচ্ছিল বিরাটের দ্বিশতরান স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু ভারত পরপর তিন উইকেট হারানোর ফলে বিরাটের কাজটা কঠিন হয়ে যায়। তাও হাল ছাড়েননি বিরাট। শেষ উইকেটে মহম্মদ শামিকে নিয়েও চেষ্টা করেন। সেইসময় বিরাটের দ্বিশতরান রুখতে বাউন্ডারিতে নয় ফিল্ডার রেখে দেয় অস্ট্রেলিয়া। অর্থাৎ বিরাটকে সরাসরি চ্যালেঞ্জ ছোড়েন স্টিভ স্মিথ - দ্বিশতরান করতে হলে বাউন্ডারি টপকাতে হবে। সেই ফিল্ডিং প্লেসিংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল।
রবিবার আমদাবাদে চোটের জন্য শ্রেয়স আইয়ার ব্যাট করতে নামতে না পারায় উমেশ যাদব আউট হওয়ার পর ভারতের হাতে একটি উইকেট পড়েছিল। সেইসময় ১৮৪ রানে খেলছিলেন বিরাট। শামিকে স্ট্রাইক দিচ্ছিলেন না তিনি। শামি ব্যাট হাতে খুব নির্ভরযোগ্য না হলেও বড় শট খেলতে পারেন। যা কখনও কাজে দেয়, আবার কখনও হিতে-বিপরীত হয়। সম্ভবত সেজন্যই শামিকে স্ট্রাইক দেননি বিরাট। তাঁকে যেন কোথাও মনে হচ্ছিল যে ২০০ রানের গণ্ডি পার করতে চাইছেন। যে বিষয়টা বুঝে যান অজিরা।
সেই পরিস্থিতিতে বিশেষ ফিল্ডিং সাজান অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ। নয় ফিল্ডারকেই বাউন্ডারি লাইনে পাঠিয়ে দেন। শুধু অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স কেরি এবং বোলাররা বাউন্ডারিতে যেতে পারেননি। স্মিথ পারলে কেরিকেও বাউন্ডারিতে পাঠিয়ে দিতেন। যিনি বিরাটকে স্পষ্ট বার্তা দেন যে ২০০ রান করতে হলে ছক্কা মারতে হবে বা নিখুঁত টাইমিং করে স্ট্রেট ড্রাইভ মারতে হবে। কারণ জমি ঘেঁষে মাঠের অন্যান্য দিকে যখনই বল যাচ্ছিল, তখনই অস্ট্রেলিয়ার ফিল্ডাররা ধরে নিচ্ছিলেন।
আর স্মিথের সেই পরিকল্পনা পুরোপুরি সফলও হয়ে যায়। একাধিকবার বাউন্ডারির কাছে বল গেলেও অজি ফিল্ডাররা বিরাটের বাউন্ডারির স্বপ্ন পূরণ করতে দেননি। বড়জোর এক রান নেওয়া যেত। যা করেননি বিরাট। একবার ক্যাচের সুযোগও দেন ভারতের প্রাক্তন অধিনায়ক। যা ফস্কে দেয় অস্ট্রেলিয়া। শেষপর্যন্ত ডিপ মিড-উইকেটে ক্যাচ দিয়ে আউট হয়ে যান বিরাট। শামি আসার পর মাত্র এক রান করতে পারেন। যিনি ৩৬৪ বলে ১৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।