Australia vs South Africa Women's T20 World Cup Final: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে টস করতে নামা মাত্রই এমন এক রেকর্ড গড়েন মেগ ল্যানিং, যা ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে বিশ্বের আর কোনও ক্যাপ্টেনের নেই।
মেগ ল্যানিং। ছবি- এএফপি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে টস করতে নামা মাত্রই বিরল এক বিশ্বরেকর্ড গড়েন মেগ ল্যানিং। এমন এক কৃতিত্ব অর্জন করেন তিনি, যা এর আগে বিশ্বের আর কোনও ক্রিকেটারের দখলে নেই। বরং বলা ভালো যে, ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে বিশ্বের আর কোনও ক্যাপ্টেনের যে নজির নেই, তেমনই রেকর্ড গড়েন ল্যানিং।
আসলে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অস্ট্রেলিয়ার টি-২০ ক্যাপ্টেন হিসেবে মেগ ল্যানিংয়ের ১০০তম ম্যাচ। এই নিরিখে তিনি বিরল সেঞ্চুরি করেন। বিশ্বের আর কোনও ক্রিকেটার ১০০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দেশকে নেতৃত্ব দেননি। ছেলেদের ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি, অ্যারন ফিঞ্চদের থামতে হয় এই মাইলস্টোন থেকে বেশ কিছুটা দূরে।
ল্যানিং শুধু মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন, এমন নয়। মহিলা টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি ৩০টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার নজিরও রয়েছে তাঁর দখলেই। চলতি বিশ্বকাপেই এই নিরিখে ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসকে (২৪টি) পিছনে ফেলে দিয়েছেন ল্যানিং।
ক্যাপ্টেন মেগ ল্যানিংয়ের এমন দুর্দান্ত মাইলস্টোন বিশ্বকাপের ট্রফি দিয়ে স্মরণীয় করে রাখে অস্ট্রেলিয়া। এবার মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া ১৯ রানে পরাজিত করে দক্ষিণ আফ্রিকাকে। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৭ রানে আটকে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।