ভারতীয় মহিলা ক্রিকেট দল তাদের অভিষেক অভিযানে এশিয়ান গেমসের স্বর্ণপদক ম্যাচে লড়াইয়ে পৌঁছানোর থেকে আর এক ধাপ দূরে। শীর্ষস্থানীয় লড়াইয়ের জন্য নিজেদের জায়গা নিশ্চিত করতে ভারতকে সেমিফাইনালে বাংলাদেশকে হারাতে হবে। দুই পাওয়ার হাউস দলের মধ্যে ম্যাচটি ২৪ সেপ্টেম্বর হ্যাংঝুতে জেডজেইউটি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে।
এশিয়ান গেমসের বাছাইপর্বে ভারত অংশ নেয়নি। ভারত ছাড়াও শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে। এশিয়ান গেমসের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে দ্য উইমেন্স ইন ব্লু এক ইনিংস খেলেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। কারণ দ্বিতীয় ইনিংসের খেলা বৃষ্টিতে ভেস্তে গিয়েছে।
স্মৃতি মন্ধনার নেতৃত্বাধীন ভারতীয় দল কোয়ার্টার ফাইনালে প্রথমে ব্যাট করে ১৫ ওভারে ১৭৩ রান করে। বৃষ্টি ওভার কমে গিয়েছিল। ওপেনার শেফালি বর্মা ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন। ৩৯ বলে ঝোড়ো ৬৭ রান করেন তিনি। জেমিমা রডরিগেজ ৪৭ রানে অপরাজিত থাকেন। উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষও তাঁর বিগ-হিট করার ক্ষমতা প্রদর্শন করেছেন এবং মাত্র ৭ বলে ২১ রানের দুরন্ত ইনিংস খেলেন। মালয়েশিয়া রান তাড়া শুরু করার ঠিক পরেই মুষলধারে বৃষ্টি নামে। খেলাটা বাতিল হয়ে যায়। এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, আইসিসি ক্রমতালিকায় উপরের দিকে থাকার কারণে ভারত সেমিতে পৌঁছে যায়।
আরও পড়ুন: কোহলি, রোহিত, ওয়ার্নাররা থাকলেও বাবরের লেভেলই আলাদা- বিশ্বকাপে পাক অধিনায়কই বাজি গম্ভীরের
হংকংয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের তো টানা বৃষ্টির কারণে খেলতেই নামতে পারেনি। একটি বলও না খেলে আইসিসি ক্রমতালিকায় উপরের দিকে থাকার কারণে বাংলাদেশ সেমিতে পৌঁছে যায়।
পিচ রিপোর্ট
হ্যাংঝুতে জেডজেইউটি ক্রিকেট মাঠের উইকেট এশিয়ান গেমসের আগে থেকেই ব্যাটসম্যানদের জন্য অনুকূল ছিল। ভারতীয় মহিলা দল এই ভেন্যুতে তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলেছিল এবং ব্যাটিং করার সময় স্বাচ্ছন্দ্য বোধ করেছিল। পিচ একই থাকবে বলে আশা করা হচ্ছে। কিন্তু মেঘলা অবস্থা পিচকে কিছুটা ধীরগতির করে দিতে পারে। সেক্ষেত্রে, মধ্য ওভারে স্পিনাররা কাজে আসতে পারে, অন্যদিকে পেসারদের সাফল্য পেতে কঠোর সংগ্রাম করতে হবে।
আরও পড়ুন: নিয়মিত সুযোগ পান না দলে, ৫ উইকেট নিয়ে কৌশলী উত্তর শামির
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।