WB Rain Chances and Extreme Hot Weather Forecast: সিকিম ও অসমের ওপরে ২টি ঘূর্ণাবর্ত, তাপপ্রবাহের থেকে রেহাই পাবে বাংলা?
Updated: 18 Apr 2024, 10:49 AM IST Abhijit Chowdhury 18 Apr 2024 wb cyclonic circulation rain forecast, rain, west bengal weather, kolkata weather, kolkata temperature, summer, temperature rise, rain forecast, rain forecast in west bengal, rain forecast in north bengal, বৃষ্টি, বৃষ্টির সম্ভাবনা, ঘূর্ণাবর্ত, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, সিকিমে ঘূর্ণাবর্ত, অসমে ঘূর্ণাবর্ত, গ্রীষ্মকাল, তাপমাত্রা বৃদ্ধি, hot weather, heatwaveউত্তর-পূর্ব বিহার এবং হিমালয়ের পাদদেশীয় ও সিকিমের উপর একটি ঘূর্ণাবর্ত আছে। এদিকে অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পূর্ব অসমের উপরে। এই আবহে বাংলার বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।
পরবর্তী ফটো গ্যালারি