বাংলার ৪২টি আসনের কোন আসনে কোন দল জিতবে, এর জবাব মিলবে ৪ জুন। তবে তার আগে জনমত সমীক্ষায় উঠে এল কয়েকটি হেভিওয়েট প্রার্থীদের সম্ভাব্য ফলাফল। টিভি৯ বাংলার, পিপিলস ইনসাইট এবং পোলস্ট্র্যাট মিলে এই জনমত সমীক্ষা চালায় বাংলার ৬টি কেন্দ্রে। দেখুন কোথায় কে এগিয়ে।