Super Cup 2025: ঘোষণা হয়ে গেল সুপার কাপের দিনক্ষণ, ভেন্যু কোথায়, কবে থেকে শুরু হবে টুর্নামেন্ট? Updated: 06 Mar 2025, 07:13 PM IST Tania Roy এ বছর সুপার কাপের পঞ্চম সংস্করণে আইএসএলের প্রতিটি দল খেলবে। অর্থাৎ ১৩টি আইএসএল দলের পাশাপাশি ৩টি আই-লিগ ক্লাব অংশ নেবে এই বছর। গত বার অবশ্য আই লিগের দলের সংখ্যা বেশি ছিল।