Srihari Nataraj: কোনও পদক না জিতেও কমনওয়েলথ গেমসে সত্যিকারের চ্যাম্পিয়ন হলেন শ্রীহরি নটরাজ। এমন একটি খেলায় তিনি অংশগ্রহণ করেন, যেখানে ভারতীয়দের থেকে কার্যত কেউই পদকের আশা করেন না। কিন্তু সেখানেই স্বপ্ন (পদকের স্বপ্ন নয় হয়ত, ভবিষ্যতের স্বপ্ন) দেখালেন তিনি। কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভারতীয়দের সাঁতারুদের মধ্যে সবথেকে ভালো ফল করলেন। দুটি ফাইনাল এবং একটি জাতীয় রেকর্ড গড়