SRH vs MI: IPL অভিষেকেই ৪ ওভারে ৬৬ রান দিয়ে একাধিক লজ্জার নজির গড়লেন মাফাকা, যন্ত্রণার হাত থেকে মুক্তি দিলেন মালিঙ্গাকে Updated: 28 Mar 2024, 08:38 AM IST Tania Roy কোয়েনা মাফাকা এদিন ৪ ওভার বল করে ৬৬ রান দিয়েছেন। ইকোনমি রেট ১৬.৫০। ৭টি চার এবং ৫টি ছক্কা হজম করেছেন মাফানা। একটিও উইকেট নিতে পারেননি। সেই সঙ্গে অভিষেকেই গড়েছেন একাধিক লজ্জার নজির।