শীঘ্রই ভারতে দেওয়া হবে ন্যাসাল ভ্যাকসিন ও বিশ্বের প্রথম DNA করোনা টিকা: মোদী Updated: 26 Dec 2021, 12:07 AM IST Ayan Das শীঘ্রই ভারতে আসছে ন্যাসাল ভ্যাকসিন। এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে বিশ্বের প্রথম ডিএনএ-ভিত্তিক করোনা টিকাও শীঘ্রই প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি।