Kolkata Rain forecast till 28th February: আজ সন্ধ্যায় বৃষ্টি নামবে কলকাতায়, মঙ্গলেও জারি হলুদ সতর্কতা, কতদিন বর্ষণ চলবে? Updated: 24 Feb 2024, 04:43 PM IST Ayan Das আজ সন্ধ্যায় বৃষ্টি নামবে কলকাতায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুধু তাই নয়, মঙ্গলবারও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবার হলুদ সতর্কতা জারি করা না হলেও বৃষ্টি চলবে কলকাতায়। আগামী বুধবার পর্যন্ত কলকাতায় কবে কবে বৃষ্টি হবে, তা দেখে নিন।