Rain Forecast: ধেয়ে আসছে ঘূর্ণাবর্তের কালো মেঘ, বোঝার আগেই পালটে যাবে আকাশের রূপ Updated: 27 Mar 2022, 03:00 PM IST Abhijit Chowdhury শনিবার রাজ্যের ১২ জেলায় বৃষ্টি হতে পারে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। তবে তাও বৃষ্টি হয়নি সেভাবে। তবে সিকিম থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। যার প্রভাব পড়তে পারে বাংলার উপর।