সম্প্রতি এক ব্রিটিশ থিঙ্কট্যাংকের রিপোর্টে দাবি করা হয় যে আকসাই চিনে গতিবিধি বেড়েছে পিপলস লিবারেশন আর্মির। সঙ্গে এও জানা গিয়েছে, শুধু আকসাই চিন নয়, ডেপসাং এবং প্যাংগঙেও দখল করা জমিতে গতিবিধি বাড়িয়েছে চিন। এই আবহে ভারত নিয়ন্ত্রিত ভূখণ্ড পর্যন্ত রাস্তা তৈরি করে ফেলছে চিনা সেনা।