Petrol Price: পেট্রল বিক্রিতে আসছে আমূল পরিবর্তন, এক ধাক্কায় জ্বালানি তেলের দাম কমবে অনেকটা! Updated: 12 Aug 2022, 11:05 AM IST Abhijit Chowdhury চলতি বছরে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির গ্রাফ চড়তে দেখেছে ভারতবাসী। বর্তমানে সেই দাম স্তিতিশীল থাকলেও আগের তুলনায় এই দাম অনেকটাই বেশি। তবে এরই মধ্যে এবার সরকারের তরফে একটি স্বস্তির খবর দেওয়া হল।