Covid Research: কোভিডে অল্প আক্রান্তদের চিকিৎসায় এই পেইনকিলারটিই যথেষ্ট! কী বলছে আইআইটির গবেষণা?
Updated: 23 Apr 2022, 03:46 PM IST Sritama Mitra 23 Apr 2022 Covid treatment latest update, pain killer for covid treatment, how to cure covid patients, IIT Madras, কোভিড রোগীর চিকিৎসা, কীভাবে একজন কোভিড রোগীর চিকিৎসায় পেইনকিলার ব্যবহার করা যায়কোভিড নিয়ে আইআইটি মাদ্রাজের সাম্প্রতিক চিকিৎসা একাধিক নয়া বিষয় তুলে ধরেছে। এমন বহু প্রমাণ মিলেছে যেখানে ইন্দোমেথাসিন কোভিড আক্রান্তের দেহে কার্যকরী ফল দিয়েছে। ডক্টর রবিচন্দ্রন বলছেন, বহু কোভিড রোগীর ক্ষেত্রে এই ওষুধের প্রয়োগে অক্সিজেন লেভেলে উন্নতি এসেছে আবার অনেকেই তিন থেকে চার দিনের মধ্যে কোভিডের সমস্ত উপসর্গ কাটিয়ে সুস্থতার পথে গিয়েছেন।
পরবর্তী ফটো গ্যালারি