বেশ কয়েক বছর আগেই কেন্দ্রের তরফে নিয়ম জারি করে জানানো হয়েছিল, টিভির সাথে সেট টপ বক্স লাগালে তবেই টিভি দেখা যাবে। এরপরই সেই পুরোনো তার টেনে ডিশ লাইনের দিন শেষ হয়। এখন প্রায় সবার ঘরে ঘরেই একটি করে সেট টপ বক্স রয়েছে। তবে ভবিষ্যতে টিভি দেখার জন্য আর নাও লাগতে পারে সেট টপ বক্স। এই সংক্রান্ত বড় দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী।