Schneider's ₹3200 crore Plan for India: দেশে নয়া কারখানা চালু বিখ্যাত ফরাসি সংস্থার, লক্ষ্য ভারতে ৩২০০ কোটির হাব তৈরি Updated: 26 Mar 2024, 02:54 PM IST Abhijit Chowdhury ফরাসি বহুজাতিক সংস্থা শ্নাইডার ইলেকট্রিক দেশে নতুন একটি কারখানা তৈরি করছে। এর জন্যে তারা ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। প্রায় ৬.৫ একর জমির ওপরে তৈরি হয়েছে এই নয়া কারখানা। ভারতকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে চাইছে শ্নাইডার।