৯ পয়সা দামের একটি শেয়ার লফিয়ে লাফেয় পৌঁছল ৪৭৭.৬৫ টাকায়। সম্প্রতি বোরোসিল রিনিউয়েবলস সংস্থার শেয়ার ৪৫০ টাকার গণ্ডি ছাড়িয়েছে। এর ফলে এই সংস্থায় বিনিয়োগ করা ব্যক্তিদের মুখে চওড়া হাসি ফুটেছে। কারণ এই শেয়ার অবিশ্বাস্য হারে রিটার্ন দিয়েছে। দীর্ঘ মেয়াদে এই সংস্থার শেয়ার পাঁচ লাখ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।