ফিরে দেখা ২০২০: সম্পর্ক আর সংসার ভাঙল যে সব তারকাদের Updated: 31 Dec 2020, 04:30 PM IST Priyanka Bose করোনা কালে গোটা বছরের অধিকাংশ সময় কেটে ঘরবন্দি হয়ে। ভালো-খারাপ মিশিয়ে গোটা বছরটা সকলেই অতিক্রম করেছেন। সম্পর্কের টানা-পোড়েনের মধ্যে দিয়ে ২০২০ সাল যে তারকাদের এগোতে হয়েছে, এক ঝলকে দেখে নেওয়া যাক-