Vande Bharat Trains Latest Update: দেশের মধ্যে সবচেয়ে বেশি বন্দে ভারত কোন শহরে? কলকাতা কত নম্বরে আছে জানুন
Updated: 26 Sep 2023, 11:05 AM IST Sritama Mitra 26 Sep 2023 New Vande Bharat Trains, most number of vande bharat trains in delhi, number of vande bharat trains runs in india, বন্দে ভারত এক্সপ্রেস, সবচেয়ে বেশি বন্দে ভারত ট্রেন কোন শহরে, বন্দে ভারত এক্সপ্রেসদেশের কোন শহর পেয়েছে সবচেয়ে বেশি বন্দে ভারত ট্রেন? হাওড়া, মুম্বই, চেন্নাই, দিল্লির তালিকা একনজরে।
সাউদার্ন রেলওয়ের পরই রয়েছে নর্দান রেলওয়ে। সেখানে ৪ টি বন্দে ভারত ট্রেন চলাচল করছে। এছাড়াও নর্থ ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন, সেন্ট্রাল রেলওয়েতে ৩ টি করে বন্দে ভারত চলাচল করছে। এদিকে, ইস্ট সেন্ট্রাল, সাউথ সেন্ট্রাল, ওয়েস্ট সেন্ট্রাল, সাউথ ইস্টার্ন রেল, ইস্ট কোস্ট রেলের আওতায় রয়েছে ২ টি করে বন্দে ভারত ট্রেন। বাকি জোনগুলিতে রয়েছে ১ টি করে বন্দে ভারত ট্রেন।
(HT_PRINT) পরবর্তী ফটো গ্যালারি