Maharashtra Assembly Election 2024: ভোটে বিদ্রোহীদের পুরস্কার শিবসেনা ও NCP-র, নিজের দুর্গে ৮ বার জয়ের লক্ষ্যে অজিত!
Updated: 23 Oct 2024, 02:51 PM IST Ayan Das 23 Oct 2024 NCP, Eknath Shinde, Shiv Sena, Ajit Pawar, Maharashtra, Maharashtra Assembly Election 2024, Maharashtra Assembly Election, Maharashtra Vote, Maharashtra Election 2024, BJP, মহারাষ্ট্র, মহারাষ্ট্র বিধানসভা ভোট ২০২৪, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ২০২৪, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন, মহারাষ্ট্রে ভোট, এনসিপি, শিবসেনা, বিজেপি, একনাথ শিন্ডে, অজিত পাওয়ারমহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিদ্রোহীদের পুরস্কৃত করল শিবসেনা (একনাথ শিন্ডে শিবির) এবং এনসিপি (অজিত পাওয়ার শিবির)। এনসিপি ৩৮টি আসনে প্রার্থী দিয়েছে। আর শিবসেনা ৪৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিজেপি আগেই ৯০টি আসনে প্রার্থীর নাম করে দিয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি