LIC Jeevan Tarun Plan: আজকাল প্রতিটি অভিভাবকই সন্তানদের উন্নত শিক্ষার দিকে বিশেষ মনোযোগ দেন। প্রাথমিক পর্যায়ে লেখাপড়ার খরচ বেশি বোঝা যায় না। কিন্তু পরবর্তীতে এই খাতে খরচ বেড়ে যায়। তাই অনেক অভিভাবককেই তাঁদের সন্তানদের লেখাপড়ার সঙ্গে আপস করতে হয়। এমতাবস্থায়, আপনি যদি চান যে আপনার সন্তানের লেখাপড়ার জন্য অর্থের কোনও অভাব না থাকুক। তাহলে আমরা আপনাকে এমন কিছু স্কিমের কথা বলতে চাই, যাতে আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সন্তানের লেখাপড়ায় অর্থের কোনও অভাব হবে না এতে। আমরা আপনাকে LIC-এর জীবন তরুণ নীতি সম্পর্কে বলছি।