শনিবার বিকেলে রোদের তেজ কমে যায়। আকাশে দেখা দেয় ধূসর মেঘ। তবে সেই মেঘে গর্জন ছিল না। এই আবহে গরমে তপ্ত কলকাতাবাসীকে স্বস্তি দিয়ে নামেনি কোনও বৃষ্টি। আজ সকাল থেকে আবার চড়া রোদে পুড়ছে কলকাতা। আর আবহাওয়া অফিস জানিয়ে দিল আগামী সপ্তাহে বৃষ্টির খুব ক্ষীণ সম্ভাবনা থাকলেও এখনই তার পূর্বাভাস দেওয়া যাবে না।