India aims World Cup- অবসর নয়, রোহিত-বিরাটের পাখির চোখ ODI বিশ্বকাপ! ২০২৭র আগে কটা ODI খেলবে ভারত? Updated: 10 Mar 2025, 02:59 PM IST Moinak Mitra আগামী ওডিআই বিশ্বকাপের আগে মোট ২৭টি একদিনের ম্যাচ খেলবে মহম্মদ শামি, বিরাট কোহলিরা। ৫০ ওভারের ফরম্যাটের বিশ্বকাপের আগে ২৭টি ওডিআইয়ের মধ্যে প্রথম সিরিজ রয়েছে ভারতের বাংলাদেশের বিরুদ্ধে, এবছরের অগাস্ট মাসে, যখন সেদেশে খেলতে যাবে মেন ইন ব্লুজরা।