Income Tax Demand of ₹43 lakh crores: 'প্রথম ৫০০০ কেসে মন দিন, তাতেই আসবে ৪৩ লাখ কোটি', অফিসারদের নির্দেশ আয়কর দফতরের Updated: 21 Aug 2024, 12:33 PM IST Abhijit Chowdhury আয়কর দফতরের অফিসারদেরকে সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, বকেয়া আয়কর দাবির তালিকায় থাকা প্রথম ৫০০০টি কেসের ওপরে যেন জোর দেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী, এই ৫০০০টি কেস মিলিয়েই বকেয়া করের পরিমাণ ৪৩ লাখ কোটি টাকা।