ICC CWC Ind Vs SA Ticket: কার দোষে রবিতে ইডেনে ফাঁকা থাকবে ১০০ আসন? টিকিট কালোবাজারি কাণ্ডে থানায় হাজিরা CAB কর্তাদের Updated: 04 Nov 2023, 02:26 PM IST Abhijit Chowdhury আগামিকাল, রবিবার ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের ম্যাচ। আর এই খেলার টিকিটের জন্যই বিগত বেশ কয়েকদিন ধরে হাহাকার শহরজুড়ে। এরই মধ্যে রমরমিয়ে কালোবাজারিদের দৌরাত্ম্য চলছে। তবে তৎপর পুলিশ। এই আবহে আজকে ময়দান থানা হাজিরা দিলেন সিএবি কর্তারা।