আইএএস অফিসার পূজা খেদকারকে নিয়ে বিতর্ক থামছে না। তারইমধ্যে ‘সিনিয়র’ পুণের কালেক্টরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন পূজা। পুণের কালেক্টরই তাঁর বিরুদ্ধে রিপোর্ট পাঠান। পূজাকে বদলি করে দেওয়া হয় ওয়াশিমে। আপাতত তাঁকে ট্রেনিং-পর্ব স্থগিত রেখে ফিরে যেতে বলা হয়েছে।