Flights Cancelled due to Cyclone: ৫ ডিসেম্বর বাতিল থাকবে ১২২৪৬ স্যার এম বিশ্বেশরায়া টার্মিনাল বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এ Updated: 05 Dec 2023, 01:10 PM IST Abhijit Chowdhury ঘূর্ণিঝড় মিগজাউমে বিপর্যস্ত চেন্নাই সহ দক্ষিণপূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকা। এই আবহে একাধিক শহরের বিমানবন্দরের পরিষেবা ব্যাহত হয়েছে। বাতিল হয়েছে প্রচুর বিমান। এই পরিস্থিতিতে ইন্ডিগো জানিয়েছে, তারা ঘূর্ণিঝড়ের জেরে ৫৫০টি উড়ান বাতিল করতে বাধ্য হয়।