ডিসেম্বরে আট, মে-তে এক! মজবুত ডিফেন্সে ভর করেই খেতাব জয় 'অচেনা' ম্যান সিটির Updated: 12 May 2021, 02:58 PM IST Rishav Roy গত মরশুমে লিভারপুলের কাছে প্রিমিয়র লিগের ট্রফি হারাতে হয়। তাই এই মরশুমে নিজেদের হারানো জায়গা ফিরে পেতে মরিয়া ছিল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি। তবে শুরুটা একবারেই ভালভাবে হয়নি সিটিজেনদের।